এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব । শুধু পশ্চিমবঙ্গ ভারতই নয়, ইউরোপীয় বিভিন্ন দেশে এই ন্যাক্কারজনক ঘটনার দোষীদের ফাঁসির দাবি উঠছে । একই দাবিতে আজ শুক্রবার কলকাতার মৌলালী থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয় পর্যন্ত পদযাত্রা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিকে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । তারই মাঝে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইমতিয়াজ মেহমুদ ।
তিনি মুখ্যমন্ত্রীর পদযাত্রার একটা ভিডিও পোস্ট করে লিখেছেন,’কুম্ভীরাশ্রু : মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন। নিজের বিরুদ্ধে সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন ? তিনি মুখ্যমন্ত্রী । তিনি স্বাস্থ্যমন্ত্রী । তিনি স্বরাষ্ট্রমন্ত্রী।’ একই প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা । দিল্লিতে আজকে সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন,’উনি যখন নির্যাতিতার অপরাধীদের ফাঁসির দাবিতে পদযাত্রায় করছেন তখন স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিটা ও হাতে নিয়ে যেতে পারতেন ।’ শেহজাদ আর জি কর ধর্ষণ হত্যাকান্ডে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ।
এদিকে পদযাত্রার পর একটা সভাও করেন মমতা ব্যানার্জি । সেই সভাটি কার্য তোর রাজনৈতিক সভায় রূপান্তরিত হয় । মূলত বিজেপি ও সিপিএমকে তিনি আক্রমণ করেন । তিনি বলেন, ‘হাজরায় আমায় মেরে ফেলার চেষ্টা কে করেছিল! কার আমলে অনিতা দেওয়ান ধর্ষিত হয়েছিলেন? সিঙ্গুরে তাপসী মালিক খুন হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ।’ এরপরে বাংলাদেশ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে দেশের দুর্নাম করার অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি । সেই সাথে তিনি আরজি কর হাসপাতালে ভাঙচুরের দায় এদিন পুরোপুরি সিপিএম-বিজেপির উপর চাপিয়ে দেন । পাশাপাশি কলকাতা পুলিশের মতই সিবিআইকে আর জি কর ধর্ষণ খুনের তদন্ত রবিবারের মধ্যে শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন ।।