এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৬ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পূর্ব বর্ধমান জেলায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছিল । শক্তিগড় থানার নান্দুর গ্রামের ঝাপানতলা এলাকার নির্জন জায়গায় স্বাধীনতা দিবসের দিন ২২ বছর বয়সী প্রিয়াঙ্কা হাঁসদা নামে ওই তরুনীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ । পশ্চিমবঙ্গে পরপর নারীদের উপর পাশবিক অত্যাচারের ঘটনা ঘটতে থাকায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ।
আজ শুক্রবার সকালে একটি ভিডিও বার্তায় বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছেন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, ‘তিনি কি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলবেন ?’
শেহজাদ পুনাওয়ালা নিজের এক্স হ্যান্ডেলে হিন্দি ও ইংরাজি ভাষায় দেওয়া বার্তার পাশাপাশি টুইট করেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অধীনে বাংলা নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে.. সন্দেশখালি, আরজি কর, বর্ধমান..
কলকাতার ‘নির্ভয়া’র পর এখন বর্ধমান। মাঝরাতে একটি মাঠে গলা কাটা অবস্থায় এক যুবতীর রক্তাক্ত দেহ পাওয়া গেছে..এই বেটি কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তা ভাবা যায় না.. TMC-এর অগ্রাধিকার হল বকতকারি বাঁচাও(Bakatkari Bachao), বেটি বাঁচাও নয় । সম্পূর্ণ ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে । দায়িত্ব নেওয়ার পরিবর্তে তিনি “বাম ও রাম” কে দোষারোপ করছেন ! হিন্দুদের অপমান করে এই বিষয়টিকে সাম্প্রদায়িক করছেন ! জঘন্য । কেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা ভাদ্রা, উদ্ধব সেনা, এএপি এবং অন্যরা নির্যাতিতার পরিবারকে দেখতে যাচ্ছেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন না ?’
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার নান্দুর গ্রামের ঝাপানতলা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা হাঁসদা ব্যাঙ্গালোরে একটি শপিং মলে কাজ করতেন । সেখান থেকে দুদিন আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। শৌচাগারে যাবার নাম করে বুধবার সন্ধ্যায় তিনি ঘর থেকে বের হন। তারপর থেকে বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পরেও প্রিয়াঙ্কা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে আনুমানিক ১০০ মিটারের মধ্যেই প্রিয়াঙ্কার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।
বর্ধমানের ওই তরুনীকে এভাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও । প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’নৃশংস! কলকাতার ‘নির্ভয়া’র পর এবার বর্ধমান। মধ্যরাতে ফাঁকা মাঠের মধ্যে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার এক আদিবাসী তরুণীর রক্তাক্ত মৃতদেহ। বাংলার আরও এক মায়ের কোল খালি হলো। মমতার রাজত্বে নৃশংসতার পীঠস্থানে পরিণত হয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী, বাংলার মায়েদের এই অসহায় দশা আপনি কি দেখতে পাচ্ছেন না!’ তিনি ‘রিজাইন মমতা’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন ।।