এইদিন ওয়েবডেস্ক,নানগারহার,১৩ আগস্ট :
নানগারহারের স্থানীয় সূত্র বলছে যে তোরখাম ক্রসিংয়ের কাছে তালিবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষের পর একজন মহিলা এবং তার তিন সন্তান নিহত হয়েছে। সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নানগারহার প্রদেশের তোরখাম শহরে এই ঘটনা ঘটে।
সূত্র মতে, পাকিস্তানি বাহিনীর মর্টার শেলের আঘাতে এই পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এখন শেষ।এই সংঘর্ষের পর তোরখাম শহরের কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়েছেন। এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে এই গোষ্ঠীর যোদ্ধারা তোরখাম শহরের জিরো পয়েন্টে একটি নিরাপত্তা চৌকি তৈরি করতে চাইলে যুদ্ধ শুরু হয়। এর আগে তোরখাম ক্রসিংয়ে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে ।।