প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ আগষ্ট : গাঁজার ভাণ্ডার নিয়ে সড়ক পথ ধরে ছুটছিল নীল বাতি লাগানো গাড়ি। পুলিশ সেই গাড়িটির পথ আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হল প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা।যা নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে বর্ধমানে। নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার কর গাঁজা পাচারের দায়ে বর্ধমান থানার পুলিশ সুনিল বেরা ও বিশ্বজিৎ সিং নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশ উদ্ধার হওয়া ১০০ কেজি গাঁজা ও নীল বাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করেছে।নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে গাজা পাচারের নেপথ্যে কোন প্রভাবশালী যোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।
জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণে গাঁজা চারচাকা গাড়িতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে। এই খবর পেয়েই পুলিশ জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা-তল্লাশি শুরু করে। সোমবার ভোর রাতে এন এইচ-২বি বর্ধমান-সিউড়ী রোডের তালিতের সাই স্টেডিয়ামের কাছে পুলিশ নীলবাতি লাগানো একটি গাড়ির পথ আটকায়।গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় । এর পরেই
পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় । তল্লাশীতে গাড়িটি থেকে ছ’বস্তা গাঁজা উদ্ধার হতেই পুলিশ গাড়িটির দুই যাত্রীকে গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতরা খড়গপুর শহর থেকে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে জেলার গুসকরায় যাচ্ছিলো। ১০০ কেজি গাঁজা উড়িষ্যা কোকেনঝাড় থেকে খড়গপুর আসে অনুমান করা হচ্ছে পুলিশের চোখে ধুলো দেবার চেষ্টায় ধৃতরা নীলবাতি গাড়ি ব্যবহার করে।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত সুনিল বেরার বাড়ি ঝাড়গ্রামের আসানবোনা এলাকায় । আর অপর ধৃত বিশ্বজিৎ সিং কলকাতার বেহালার বাসিন্দা। মাদক আইনে মামলা রুজু করে দুই ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে ৮ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আবেদন জানায় বর্ধমান থানা ।মাদক সংক্রান্ত মামলার বিচারের জন্য গঠিত বর্ধমান আদালতের বিচারক ধৃতদের ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
বিপুল পরিমাণ গাঁজা সহ গাজা পাচারকারী ধরা পড়ার ঘটনা এই প্রথম বর্ধমানে ঘটলো এমনটা নয় । বর্ধমানের ঘটনার একদিন আগে রবিবার পালসিট টোলপ্লাজা থেকে উদ্ধার হয় বস্তাভর্তি ৫০ কেজি গাঁজা। এ ক্ষেত্রেও গাঁজা পাচারকারীরা ব্যবহার করে দামি চারচাকা গাড়ি । সপরিবার বেড়াতে যাওয়ার মত হাবভাব করে গাঁজা নিয়ে ওই গাড়িতে চড়ে বসেছিল এক বৃদ্ধা সহ চারজন । পুলিশ ওই চারজনকেই গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ,ওই দামি চারচাকা গাড়ি ও ৫০ কেজি গাঁজা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওড়িশা থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে এসে ওই চারচাকা গাড়িটি নিয়ে গাঁজা পাচারকারীরা বীরভূমের দিকে যাচ্ছিল।আগাম খবর থাকায় মেমারি থানার পুলিল পালশিট টোলপ্লাজায় গাড়িটির পথ আটকে গাঁজা সহ চার গাঁজা পাচারকারীকে পাকড়াও করে ।।