এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ আগস্ট : বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সেবি (SEBI) চেয়ারপার্সন মাধবী পুরি বুচের হিন্ডেনবার্গ গবেষণা প্রতিবেদনকে সমর্থন করার জন্য সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন । তিনি লোকসভার বিরোধী দলনেতাকে ‘তিক্ত-বিষাক্ত এবং ধ্বংসাত্মক ব্যক্তি‘ বলে অবিহিত করে বলেছেন,প্রধানমন্ত্রী না হতে পারলে দেশকেই ধ্বংস করে দেবে রাহুল গান্ধী।
কঙ্গনা,সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ এই বিষয়ে পোস্ট করেছেন,’রাহুল গান্ধী একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি, তিনি তিক্ত, বিষাক্ত এবং ধ্বংসাত্মক। তার এজেন্ডা হল প্রধানমন্ত্রী না হলে সমগ্র দেশকে ধ্বংস করা ।’ তিনি আরও লেখেন,’আমাদের স্টক মার্কেটকে লক্ষ্য করে হিন্ডেনবার্গ রিপোর্ট যে রাহুল গান্ধী গতকাল রাতে সমর্থন করেছিলেন তা একটি স্যাঁতসেঁতে পটকা হয়ে উঠেছে। তিনি এই জাতির নিরাপত্তা ও অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন ।’
পরিশেষে তিনি রাহুলকে পরামর্শ দেন,’মিস্টার গান্ধী সারাজীবন বিরোধী দলে বসে থাকার জন্য প্রস্তুত হন এবং এই জাতির গৌরব,সমৃদ্ধি ও জাতীয়তাবাদ দেখে কষ্ট ভোগ করতে প্রস্তুত হন । তারা আপনাকে তাদের নেতা বানাবে না। কারন আপনি হলেন একজন অপমানজনক ব্যক্তি ।’ উল্লেখ্য,মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে সেবি প্রধান মাধবী পুরি বুচের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়েছে। কঙ্গনা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন । রিপোর্টটি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হওয়ায় সেটাকেই হাতিয়ার করার চেষ্টা করছে কংগ্রেস ও বিরোধী দলগুলি ।।