এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ আগস্ট : নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়।শনিবার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের খুন,ধর্ষণ, সম্পত্তিতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের তীব্র নিন্দা জানান। শত শত মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের প্রতি আচরণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের চিত্র তুলে ধরে।
গত শুক্রবার একই দাবিতে শাহবাগে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে হিন্দু নেতারা নীতিনির্ধারণী পর্যায়ে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার আহ্বান জানান।এছাড়াও, তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নেরও দাবি জানান। তাদের অন্যতম দাবি ছিল সংসদে সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ আসন বরাদ্দ রাখা।।