এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৮ জুলাই : শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই বাংলাদেশ জুড়ে ব্যাপক নাশকতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ জামাত-এ -ইসলামি । আর ওই জঙ্গি গোষ্ঠীর নাশকতাকে ন্যাহ্যতা দিতে শেখ হাসিনাকে ‘স্বৈরশাসক’ প্রমান করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে । বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে ‘আয়নাঘর’ নামে বাতাসহীন একটি কক্ষ নির্মান করা হয়েছিল । ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৬০৫ জনকে গ্রেফতার করে ওই ঘরে রেখে গুম করে দেওয়া হয়েছে । এদের অনেকেই বিএনপি সমর্থক এবং অনেককেই জঙ্গি । এদের অনেকে ফিরলেও তারা ভয়ে প্রকাশ্যে কিছু বলেননি । এদের মধ্যে দুজন নাকি বেঁচে ফিরে ‘আয়নাঘর’ এর রহস্য উন্মোচন করেছেন । ওই দু’জনের মধ্যে একজন সেলিম নামে এক ব্যক্তি এবং অপরজন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট হাসিনুর রহমান বলে দাব করা হচ্ছে ।
তাদের গ্রেফতার করে ‘আয়নাঘর’-এ ঘরে রাখার কাহিনী মোটামুটি এক । তবে সবচেয়ে সন্দেহজনক হল যে ওই ঘর সম্পর্কে সুস্পষ্ট কোনো প্রমান এখনো প্রকাশ্যে আসেনি । ‘আয়নাঘর’-এর নাম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল করা হচ্ছে তা ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের তৈরি গাজায় সুড়ঙ্গ জাল বলে মনে করছেন অনেকে । এখন প্রশ্ন যে জামাতের নাশকতাকে ন্যাহ্যতা দিতেই শেখ হাসিনাকে ‘স্বৈরস্বাসক’ প্রমান করার চেষ্টা চলছে ? যদিও গাজার মতই বর্তমানে বাংলাদেশের প্রকৃত তথ্য পাওয়া এক প্রকার অসম্ভব ।
এদিকে বাংলাদেশে মূলত নিশানা করা হচ্ছে সেদেশের হিন্দুদের । ব্যাপক হারে খুন,ধর্ষণ এবং বাড়িঘর, দোকানপাটে লুটপাট, ভাঙচুর,অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে । বাদ যাচ্ছে না হিন্দুদের মন্দির ও দেবদেবীর প্রতিমাগুলিও । সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমস্ত বহু ভিডিও ভাইরাল হয়েছে । যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা এইদিনের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি । জঙ্গিরা শেখ হাসিনার বাসভবন ‘গনভবন’-এ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে । এমনকি মহিলাদের ব্লাউজ ও ব্রা প্রভৃতি অন্তর্বাস হাতে নিয়ে উল্লাস করতে দেখা গেছে জঙ্গিদের । একজন মহিলাকে ‘গনভবন’ থেকে কচুর শাক পর্যন্ত তুলে নিয়ে পালাতে দেখা যায় ।
এরই মাঝে আর একটা মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । সেই ভিডিওতে দাবি করা হয়েছে যে রাজধানী ঢাকার ইসিবি চত্বরের ৭১ টাওয়ার এলাকায় একসঙ্গে ৭০ টা আবাসনে কয়েশ সশস্ত্র জামাত জঙ্গি ঢুকে পড়ে ডাকাতির উদ্দেশ্যে । বাংলাদেশের সেনার সাথে ওই ডাকাতদলের দীর্ঘক্ষন গুলির লড়াই চলে । এছাড়া গত সোমবার (৫ আগস্ট, ২০২৪) যশরের পাঁচ তারকা জাবির হোটেলে জামাতের জঙ্গিরা আগুন ধরিয়ে দেয়। হোটেলের মালিক আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদার। তিনি যশরে দলের সাধারণ সম্পাদক ছিলেন। জঙ্গিরা এই হোটেলে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । প্রাণ বাঁচাতে হোটেলের বহুতল থেকে ঝাঁপ দেওয়ারও ঘটনা ঘটেছে। এদিকে প্রাণ বাঁচাতে কাতারে কাতারে হিন্দুরা দেশত্যাগ করছেন । জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় প্রায় ১২০০ জন বাংলাদেশি হিন্দুকে আটকে দেয় বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে দিয়ে সীমান্ত পেরনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ ।
একজন সিনিয়র বিএসএফ আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,উত্তরবঙ্গের বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তের নানা জায়গায় বাংলাদেশের বহু নাগরিক ভিড় করেছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিএসএফ-এর সাহায্যে তাঁদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে ।।