এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ জুন : রেলযাত্রীদের খোওয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । বুধবার কাটোয়া রেলস্টেশনে ১০ জন ফোন মালিকের হাতে তাঁদের খোওয়া যাওয়া স্মার্টফোন তুলে দেন রেলপুলিশের ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী ও কাটোয়া জিআরপি ওসি রিয়াজ সামিম শেখ । পাশাপাশি এক রেলযাত্রীর স্মার্টফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে রেলপুলিশ সুত্রে খবর ।
রেল সূত্রে জানা গেছে,এবছরের চলতি মাস পর্যন্ত মোট ৩৮ জন রেলযাত্রী কাটোয়া জিআরপির কাছে স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগকারীদের ফোনগুলি খোওয়া যাওয়ার ঘটনাগুলি ঘটে মূলত বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে চৌরিগাছা স্টেশনের মধ্যে অথবা কাটোয়া আমোদপুর শাখায় আমোদপুর থেকে কীর্নাহার রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় । অভিযোগ পাওয়ার পরেই ফোনের আইএমইআই নম্বর ধরে তদন্ত নেমে মোট ২৩ টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয় কাটোয়া জিআরপি । ইতিপূর্বে ১৩ জন রেলযাত্রীকে ফোন ফিরিয়ে দেওয়া হয়েছিল । এদিন ১০ জন রেলযাত্রীদের হাতে তাদের হারিয়ে যাওয়া ফোন তুলে দেওয়া হয় ।।