এইদিন ওয়েবডেস্ক,মোগাদিশু,০৪ আগস্ট : সোমালিয়ার(Somalia) রাজধানী মোগাদিশুতে (Mogadishu) একটি ব্যস্ত সমুদ্র সৈকত লিডো বিচে(Liido Beach) কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাবের(Al-Shabaab) হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। শনিবার, ৩ আগস্ট,স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। এটি পূর্ব আফ্রিকার দেশটিতে কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটি।
পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, এই হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছে এবং প্রায় ৬৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।
তিনি আরও বলেছেন, ৩২ জন বেসামরিক নাগরিককে হত্যার লক্ষ্যবস্তু করার মানে হলো সরকারী কেন্দ্র, সৈন্য এবং কর্মকর্তাদের টার্গেট করা ছাড়াও এখন থেকে সাধারণ জনগণকেও টার্গেট করবে এই খারিজিরা।
এদিকে আল-শাবাব এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। মোগাদিসুর লিডো সমুদ্র সৈকতে আল-শাবাবের একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা একই এলাকায় এলোপাথাড়ি গুলি চালিয়েছে। পুলিশ অফিসার মোহাম্মদ ওমর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা বেসামরিক লোকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করেছে। নিরাপত্তা বাহিনী পাঁচজন সন্ত্রাসীকে নিকেশ করেছে।এদিকে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামত এটিকে একটি ভয়াবহ এবং নিষ্ঠুর হামলা বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সংযুক্ত আল শাবাব ১৭ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালিয়ার ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। এর আগেও তারা লিডো সমুদ্র সৈকতকে লক্ষ্যবস্তু করেছে। এই এলাকাটি ব্যবসায়ী ও কর্মকর্তাদের কাছে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।।