প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জুন : দুর্ঘটনায় মৃত্যু হওয়া এক বাইক আরোহীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ লক্ষাধিক টাকা দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ দিল ট্রাইব্যুনাল । ২০১০ সালে লরির ধাক্কায় মৃত্যু হওয়া বাইক আরোহী অভিজিৎ হাজরার মৃত্যুর ক্ষতিপূরণ মামলায় মঙ্গলবার এই নির্দেশ দেন বর্ধমানের মোটর দুর্ঘটনা সংক্রান্ত দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ নেয়াজউদ্দিন আজাদ । আদালত এই নির্দেশ দেওয়ায় স্বস্তিতে মৃতর পরিবার পরিজন ।
আদালত সূত্রে জানা গিয়েছে,অভিজিৎ হাজরার বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বেড়ুগ্রাম অঞ্চলের চণ্ডীপুরে । অভিজিৎ বীমা সংস্থার এজেন্ট ছিলেন । ২০১০ সালের ৩ অক্টোবর তিনি বাইকে চেপে বর্ধমান শহরের শাঁখারিপুকুরের বাড়িতে আসছিলেন। বর্ধমান-আরামবাগ রোডে কৃষক সেতুর কাছে একটি লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে । দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন ।
মারা যাওয়ার সময় অভিজিৎ বীমা সংস্থা থেকে ’কমিশন বাবদ’ মাসে ৪২ হাজার ৩৩৮ টাকা ১৬ পয়সা পেতেন বলে জানা গেছে । দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় শাঁখারিপুকুরের বাসিন্দা কার্তিক মালিক বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি মৃতের পরিবার ৬১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে বর্ধমানের মোটর দুর্ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনালে মামলা করে । হিসাব কষে ট্রাইব্যুনালের বিচারক এদিন মৃতর পরিবারকে ৮০ লক্ষ ৯১ হাজার ১৬২ টাকা মিটিয়ে দেওয়ার জন্য বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছেন ।।