এইদিন ওয়েবডেস্ক,বেরেলি(উত্তরপ্রদেশ),০৩ আগস্ট : উত্তরপ্রদেশের বেরেলিতে এক হিন্দু মেয়ে (২০) অপহরণের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী সাদ্দামের(২১) বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের না করায় শুক্রবার রাতে ক্ষিপ্ত জনতা তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়েছে । অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের পর খাট, বিছানাসহ বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ গ্রামের কেউ ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ আসার সঙ্গে সঙ্গে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ি ভাংচুর শুরু করে । শেষ পর্যন্ত চারটি থানার বাহিনী নিয়ে এসে এসপি দক্ষিণ মানুশ পারেক পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
সংবাদপত্র জাগরণের প্রতিবেদনে জানা গেছে, বেরেলির জেলার সিরোলি থানার অন্তর্গত শিবপুরের চন্দ্রপুড়া গ্রামে এই ঘটনা ঘটেছে । তরুনীর প্রতিবেশী সাদ্দাম । সাদ্দাম গত ২৮ জুলাই এক হিন্দু মেয়েকে অপহরণ করে বলে অভিযোগ । গত ১ আগস্ট,বৃহস্পতিবার মেয়েটির বাবার অভিযোগের পরও পুলিশ জয়পুর থেকে মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বলা হয়েছিল প্রেমের সম্পর্ক ছিল, তাই পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেনি। নেওয়া যায়নি। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে মেয়েটির পরিবার ও গ্রামের লোকজন ।
শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ মেয়েটির পরিবার ও গ্রামের লোকজন সাদ্দামের বাড়িতে হামলা চালায়। গ্রামবাসীদের রূদ্ররূপ দেখে সাদ্দামের বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। সেই সময় উত্তেজিত জনতা আসামির বাড়িতে ভাঙচুর চালিয়ে ঘর থেকে খাট, বিছানাসহ অন্যান্য জিনিসপত্র বের করে পুড়িয়ে দেয় ।
বেরেলি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে । তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে । অভিযুক্তের বাড়িতে হামলার ঘটনায় একটি পৃথক এফ আই আর নথিভুক্ত করা হয়েছে । হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।।