• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাগাড়ে বৃষ্টিতে কার্যত বানভাসি পূর্ব বর্ধমান, ক্ষোভ বাড়ছে জেলাবাসীর

Eidin by Eidin
August 2, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
নাগাড়ে বৃষ্টিতে কার্যত বানভাসি পূর্ব বর্ধমান, ক্ষোভ বাড়ছে জেলাবাসীর
কাটোয়ার জল প্লাবনের ছবি৷ শুক্রবার ।
8
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ আগস্ট : নাগাড়ে বৃষ্টি। আর তাতেই কার্যত যেন বানভাসি অবস্থা তৈরি হয়েছে রাজ্যের শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার বিস্তির্ণ অংশে । জেলার পৌর এলাকা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা , সর্বত্র এখন জল থইথই অবস্থা। এরই মধ্যে আবার বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিপর্যয় ।এমন অবস্থায় জল যন্ত্রনায় জেরবার জেলার আট থেকে আশি সকলেই । বৃষ্টির জলে এখন জলমগ্ন কাটোয়ার বিস্তীর্ণ এলাকা।জলের দাপটে কাটোয়া শহর ও শহর লাগোয়া এলাকায় বিঘ্নিত যান চলাচল । কাটোয়া ১ নম্বর ব্লকের গাফুলিয়া ব্রিজের উপর দিয়ে বইছে জল।তার কারণে বন্ধ বাস চলাচল। একইভাবে টানা বৃষ্টির জেরে কাটোয়া এক নম্বর ও দু’নম্বর ব্লক জলমগ্ন হয়ে পড়ায় বেশ কিছু কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাটোয়া শহরের নিচু এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।এছাড়াও কাটোয়া শহরের কাছারি রোড, সার্কাস ময়দান, ১৪ নম্বর ওয়ার্ড, কুড়ি নম্বর ওয়ার্ড  জলমগ্ন।

নাগাড়ে বৃষ্টিতে কালনা মহকুমার বিভিন্ন এলাকাও জল প্লাবিত হয়ে পড়েছে । কালনা শহরে ড্রেনের জল ছাপিয়ে রাস্তার উপর দিয়ে বইছে । রাস্তায় এখন হাটু সমান জল । শুধু তাই নয়,কালনা মহকুমার পাঁচটি ব্লকেই সড়কপথ-কৃষিজমি প্লাবিত হয়েছে। বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সমস্ত কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। যদিও  কালনা মহকুমা কৃষি আধিকারিক ডক্টর পার্থ ঘোষ জানান, আমন ধান জমি প্লাবিত হয়ে গেলেও দুই একদিনের মধ্যে জল নেমে গেলে ধানের কোন ক্ষতি হবে না। পাটের পক্ষে এই বৃষ্টি আশীর্বাদ। পাট কেটে কৃষকদের জাগ দিতে আর অসুবিধা হবে না। তবে এই বৃষ্টি সবজি ফসলের ক্ষেত্রে  ক্ষতি করবে বলেই আমাদের ধারণা।জলপ্লাবিত হয়ে রয়েছে ভাতারের বিভিন্ন এলাকা ।

 

 ভাতার বাজার সহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে তীব্র জলের স্রোত বইছে।জল থইথই অবস্থার  ভাতার বাজারের বেশকয়েকটি পাড়ায় বাসিন্দারা  গৃহবন্দি হয়ে পড়েছে। ভাতার, বলগোনা,মুরাতিপুর প্রভৃতি বাজার এলাকায় দোকানপাট জলে ডুবেছে‌। ভাতার বাজারে মুদিখানা ব্যবসায়ী স্বরূপ চক্রবর্তী দাবি করেছেন,তাঁর  গোডাউন জলে ডুবে যাওয়ায়  প্রায় ৩৫ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে।ভাতারের কুমারুন গ্রামে গোয়াল ভেঙে ছয়টি গবাদিপশু মারা গিয়েছে ‌‌। ভাতার এলাকায় বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

ভাতারের পাশাপাশি গুসকরা শহরও জল প্লাবিত ।গুসকরা পুর এলাকার ৭ টি ওয়ার্ড জলমগ্ন। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত এমন পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় বলেই ধরে নিয়েছেন গুসকরার বাসিন্দারা।মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়েছে গুসকরা শহরের ৮, ৯,১২, ১৩, ১৫, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড।পুরসভার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কর্মীদের নামানো হয়েছে। হাঁটুজল জমেছে অনেকে এলাকাতেই। কিছু কিছু বাড়িতে জল ঢুকেও গেছে। ৮ ওয়ার্ডের রাস্তা দিয়ে যেন নদী বয়ে যাওয়ার মত অবস্থা তৈরি হয়েছে।রাস্তায় কোমর সমান জল । এলাকাবাসী জানাচ্ছেন, ডিভিসি জল ছাড়ায় ক্যানেলগুলো এমনিতেই ভর্তি ।তার উপরে  নাগাড়ে বৃষ্টির ফলে ফলেই  এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 

কালনা ও ভাতারের জলপ্লাবন । শুক্রবার ।

 নাগাড়ে বৃষ্টির প্রভাব পড়েছে বর্ধমান শহরেও। জল জমেছে বেশ কিছু এলাকায়। শহরবাসী স্পষ্ট জানাচ্ছেন,ঢাকঢোল পিটিয়ে নিকাশী ব্যবস্থার কাজ হয়েছে বলেছিল পুরসভা। কিন্তু প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল বর্ধমান পুরসভা বলে অভিযোগ শহরবাসীর। শহরের শুলিপুকুর, ষাঁড়খানা গলি, শ্যামসায়র পাড়, শ্যামলাল,ঝাপানতলা সহ বেশ কিছু এলাকা এখন কার্যত জলভাসি।শুলিপুকুরের বাসিন্দা গণেশ সেন জানান,  জল নামার ব্যবস্থা নেই। পুকুরের জল পাড়ায় ঢুকেছে। কাউকে বলেই কাজ হচ্ছে না।কেউ খোঁজ নেয়নি।অপর বাসিন্দা আসিফ খান বলেন, কাউন্সিলরের পাত্তা নেই।আমরা রাত জেগে আছি।জল না নামলে কাজেও বেরোতে পারছি না ।শহরের আর এক বাসিন্দা রাণা জানান,  পুকুর বুঝিয়ে সমস্যা বাড়ানো হয়েছে।নালাগুলোর সংস্কার হয়নি। ডিভিসির ছাড়া জল বেরিয়ে যাবার পথ বুঁজে গেছে।পরিস্থিতি খারাপ হওয়ায় শহরের ৪ নম্বর ওয়ার্ডের  বাজেপ্রতাপপুর ও সংলগ্ন এলাকা গুলির অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। 

অন্যদিকে শহর লাগোয়া রায়ান-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পালিতপুর, ডাঙ্গাপাড়ার বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন।রাস্তাগুলিও জলভাসি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।  পূর্ব বর্ধমানের আউশগ্রাম বসন্তপুর সিলুটের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কাদরের জল রাস্তায় উঠে গেছে।এই রাস্তা শুধুমাত্র আউশগ্রামের সঙ্গে যোগাযোগ  নয়,বীরভূমের সঙ্গেই যোগাযোগের অন্যতম রাস্তা। কিন্তু রাস্তা এখন জলের তলায়।অন্যদিকে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ভেদিয়া রেলওয়ে আণ্ডারপাশ জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ।বাদশাহি রোডের  মুরাতিপুরে নালা সংস্কার সহ একাধিক দাবীতে শুক্রবার রাস্তা অবরোধ করেন গ্রামের বাসিন্দারা। তাদের দাবী দীর্ঘদিন ধরে নালা সংস্কার হয় নি।বারে বারে আবেদন করেও সংস্কারে কেউ উদ্যোগ নেয় নি।নালা সংস্কার না হওয়ায় মুরাতিপুরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেছে। বাদশাহি রোড অবরোধ করায় বাস সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।

জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন,’গোটা জেলাতেই বন্যা পরিস্থিতির মত অবস্থা তৈরি হয়েছে। তবে ডিভিসির সেচ খালে জল ছাড়া বন্ধ হয়েছে। গত ২৪ ঘন্টার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে জেলায়।বৃষ্টির পরিমাণ ২০২.৫ মিলিমিটার।আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ।’।

Previous Post

ট্রেন লাইনচ্যুত করার চেষ্টায় রেল লাইনে সাইকেল,গ্যাস সিলিন্ডার ও পাথর রাখার অভিযোগে গ্রেফতার মহম্মদ গুলজার শেখ

Next Post

জলমগ্ন রাস্তা থেকে ধরা কৈ মাছ গলায় আটকে বেঘোরে প্রাণ খোয়ালো যুবক

Next Post
জলমগ্ন রাস্তা থেকে ধরা কৈ মাছ গলায় আটকে বেঘোরে প্রাণ খোয়ালো যুবক

জলমগ্ন রাস্তা থেকে ধরা কৈ মাছ গলায় আটকে বেঘোরে প্রাণ খোয়ালো যুবক

No Result
View All Result

Recent Posts

  • নিজ যোগ্যতায় কারখানার সুপারভাইজার হয়েছিলেন দিপু দাশ, তিন মুসলিম কর্মী ঘুঁষ দিয়েও ওই পদ না পাওয়ায় ধর্মনিন্দার গুজব রটিয়ে দেয় তারা : উঠে এলো হিন্দু যুবকে জীবন্ত পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর সত্য 
  • “বাংলাদেশ দূরের আয়না নয়, ভবিষ্যতের সতর্ক সংকেত ; আজ চুপ থাকলে, কাল নাম আসবে তালিকায়” 
  • প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার মানহানির মামলা করলেন কুমার শানু 
  • লোকে মুখ দেখতে পাবে বলে স্ত্রীকে আধার কার্ড নিতে দেয়নি  বোরখা না পরার অপরাধে স্ত্রীকে হত্যাকারী ফারুক স্বামী 
  • ভাড়া চাওয়ার অপরাধে গৃহবধূকে মেরে বিছানার নিচে স্যুটকেসে ভরে রেখেছিল ঘাতক ভাড়াটিয়া দম্পতি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.