এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ আগস্ট : রাজ্যে সব্জি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার বিধানসভার বাইরে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করল রাজ্য বিজেপির বিধায়করা ৷ বিধায়কদের হাতে ছিল একটা করে থার্মোকলের থালা,যাতে লেখা ছিল ‘এত দাম খাবো কি? মমতা যাবে কি ?’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে মিছিল করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বিজেপি বিধায়করা শ্লোগান তোলেন, ‘এত দাম খাবো কি? মমতা যাবে কি ?’,’আলুর কেজি ৪০ টাকা কেন মমতা ব্যানার্জি জবাব দাও‘,’কাঁচা লঙ্কা দেড়শ টাকা কেজি কেন মমতা ব্যানার্জির জবাব দাও‘,’আলুর দাম বাড়াল কে? মমতা আবার কে‘,’আলুর দাম ৪০ টাকা কেজি করল কে ? মমতা আবার কে‘, ‘বিদ্যুতের বিল বাড়ালো কে ? মমতা আবার কে‘ ।
এরপর বিধানসভার টেবিল পেতে প্লাস্টিকের ক্যারিব্যাগে আলু ভরে ১০ টাকা কেজি দরে প্রতীকি বিক্রি করে বিক্ষোভ প্রদর্শন করেন শুভেন্দু অধিকারীরা । রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দুকে মজাদার নামতাও পড়তে দেখা গেছে । শুভেন্দুর পড়া সেই নামতাটি ছিল,’২০ এক কে পাউচ / কুড়ি দুগুণে আলু / তিন ২০ তে টমেটো/ চার কুড়ি পেঁয়াজ /পাঁচ কুড়ি ক্যাপসিকাম/ ছয় কুড়ি বিনস/সাত কুড়ি রসুন/ আট কুড়ি আদা/ নয় কুড়ি মটরসুঁটি/ কুড়ি দশেকে মুরগি’ ।
বিক্ষোভে উপস্থিত অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন,’বাজারের ৪০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন যে আলু ২৮ টাকা কেজি । নাটক হচ্ছে ? আপনি কোন রাজ্যে থাকেন? আপনি পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য রাজ্যের মন্ত্রী ? নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী । ফড়ের দল পুরো টাকা নিয়ে নিচ্ছে । চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না । চাষিরা আত্মহত্যা করছে । আর আপনি কিছু করছেন না কারণ এই ফড়েরা হলো আপনার দলের ক্যাডার, তারা আপনার দলের হয়ে নির্বাচন করে ।’
পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন,’কেন্দ্র সরকার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে । কিন্তু মমতা ব্যানার্জি কমিয়েছে ১ টাকাও? বরঞ্চ উনি বাড়িয়েছেন । রাজ্য্ব সবজির দাম বাড়ার পিছনে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নয়,বরঞ্চ এর মূল কারণ হচ্ছে এই সমস্ত ফড়ের দল ও মিডিলমেনরা ।’
বিদ্যুতের বিলবৃদ্ধি নিয়ে অগ্নিমিত্র বলেন, আপনি পুজোর সময় বিনা পয়সায় বিদ্যুৎ দেবেন । সিইএসসি সেই টাকা কোথা থেকে তুলবে ? স্বাভাবিক ভাবেই তারা আমাদের বিল থেকে তুলবে । মমতা ব্যানার্জিকে ইলেকশন বন্ড বাবদ সিইএসসি যে টাকা দিয়েছে সেই টাকা কোথা থেকে তুলবে ? সাধারণ মানুষের কাছ থেকে তুলবে । আর সেই কারণেই বিদ্যুতের দাম বাড়ছে ৷’।