এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৯ জুন : বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন
মঙ্গলকোটের গোতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নবকুমার ঘোষ । পদত্যাগের কারন হিসাবে তিন শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন । যদিও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি ব্লক নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরেই নবকুমারবাবুকে পদ থেকে সরে যেতে হচ্ছে । প্রধানের পদত্যাগ প্রসঙ্গে মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘গোতিষ্ঠা পঞ্চায়েতের প্রধাকে বলা হয়েছে দলের সবাইকে সঙ্গে নিয়ে চলতে । শুধুমাত্র এলাকার দু’তিনটে গ্রাম নিয়ে চললেই হবে না । তবে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা আমার জানা নেই ।’
বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গলকোট বিধানসভায় দলের কম্যান্ড রয়েছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে । ইতিপূর্বে তিনি ঘোষণা করে দিয়েছেন বিধানসভায় যে সমস্ত অঞ্চলে দল খারাপ ফলাফল করেছে ওই সমস্ত অঞ্চলের সভাপতিদের সরিয়ে দেওয়া হবে । সেই দিক থেকে গতিষ্ঠা অঞ্চলে তৃণমূল ভালোই ফলাফল করেছে । তা সত্ত্বেও গোতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান নবকুমার ঘোষ পদত্যাগ করায় শুরু হয়েছে জল্পনা । এদিকে পদত্যাগ প্রসঙ্গে ব্লক সভাপতির মন্তব্যের মধ্যে প্রধানের প্রতি অসন্তোষের ছাপও স্পষ্ট । সেই কারনে মূলত তাঁর সঙ্গে মনোমালিন্যের জেরেই নবকুমারবাবুকে সরে যেতে হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
যদিও নবকুমার ঘোষ এই বিষয়ে বিশেষ মুখ খোলেননি । তিনি শুধু বলেছেন, ‘আমার শারীরিক সমস্যার জন্য বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। দলের নেতৃত্বকে জানিয়েছি ।’ মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বারুই বলেন, ‘গতিষ্ঠা পঞ্চায়েতের প্রধান মৌখিকভাবে পদত্যাগের কথা বলে গিয়েছেন । তবে লিখিত কিছু হাতে পাইনি ।’ তবে গোতিষ্ঠা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের পদত্যাগের সঠিক কারন এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার রাজনৈতিক মহলে ।।