এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,০১ আগস্ট : যাত্রীবাহী বাসে ওঠার পর বুকে ব্যথা অনুভব করেন এক তরুনী । কন্ডাক্টর বুঝতে পারেন তরুনী হৃদরোগে আক্রান্ত হয়েছেন । বিষয়টি তিনি সঙ্গে বাসের চালককে বলেন । এরপর চালক ও কন্ডাক্টর তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা বাস সোজা হাসপাতালে নিয়ে যাবেন । সেই সময় যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করে তরুনীকে হাসপাতালে নিয়ে যায় । বেঁচে যায় একটা মূল্যবান জীবন । বুধবার কর্ণাটকের ম্যাঙ্গালুরুর ঘটনা । তরুণীর স্বজনরা ড্রাইভার ও কন্ডাক্টরকে ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছে নেটিজেনরা ।
ম্যাঙ্গালোর শহরের ১৩- এফ বাসটি প্রতিদিন চলাচল করে ৷ বুধবার যখন কুলুরের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বাসে থাকা একজন প্রাপ্তবয়স্ক যুবতী বুকে ব্যথা শুরু হয়৷ বাসের চালক মহেশ পূজারি এবং সুরেশ কঙ্কনাদি সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যান। সাইরেন বাজিয়ে বাসের হর্ন ব্যবহার করে মাত্র ছয় মিনিটে তাকে ছয় কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক বাসটি হাসপাতালের ভিতরে ঢুকিয়ে দেয় এবং কন্ডাক্টর তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্যারামেডিকদের কাছে ছুটে যান।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, তরুণীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। ব্যক্তিগত কারণে যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন যে সঠিক সময়ের মধ্যে তরুনীকে হাসপাতালে নিয়ে আসার জন্য তার প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷।