এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩১ জুলাই : জমিতে ধান রোয়ানোর কাজ করছিল ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলা থেকে আসা আদিবাসী শ্রমিকের একটা দল । দুপুরে তারা সড়ক পথের পাশে বসে ভাত খাচ্ছিলেন । সেই সময় বেপরোয়া গতির একটা বাইক এসে ধাক্কা দিলে একজন মহিলা শ্রমিকের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর একটা নাগাদ বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে মঙ্গলকোটের মুশারু গ্রামের কাছে । মৃতার নাম বাসন্তী হেমব্রম (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু ও বাইক চালকসহ আরও ৫ জন । আহতদের নাম সোনালী টুডু (১৬), দীপেন মুর্মু (৩৫),মারকুস সোরেন (২২), রোহিত সোরেন (৪), এবং বাইক চালক উৎপল হাজরা (২২)। উৎপলের বাড়ি দেওয়ানদিঘি থানা এলাকায় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনাটি ঘটেছে । পুলিশ ঘাতক বাইকটি আটক করেছে ।
জানা গেছে,ঝাড়খণ্ডের দুমকা জেলার মুশুরিয়া এলাকার আদিবাসী কৃষি শ্রমিকের ওই দলটি সম্প্রতি মঙ্গলকোটের ঠ্যাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস মণ্ডল নামে এক কৃষকের ধান রোয়ানোর কাজে এসেছিল । নিগন ও মুশারুর মাঝে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের পাশে ওই কৃষকের একটা ধানজমি রয়েছে । আজ সকাল থেকে ওই জমিতে ধান রোয়ানোর কাজ করছিল ঝাড়খণ্ডের ওই দলটি৷ প্রতিদিনের মত আজ দুপুরেও তারা সড়ক পথের পাশে গাছের ছাওয়ায় বসে ভাত খাচ্ছিলেন । সেই সময় উৎপল হাজরা নামে ওই যুবক বর্ধমানের মুখে যাওয়ার সময় বেপরোয়া গতিতে এসে ওই দলটির মাঝে বাইক ঢুকিয়ে দেয় । বাইকের ধাক্কায় বাইক চালকসহ সকলেই আহত হয়৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে । পরে কৈচর ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । কিন্তু সেখানে বাসন্তী হেমব্রমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ বাকি আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।।