এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,৩১ জুলাই : আজ বুধবার সকালে ইরানের রাজধানী তেহেরানে নিজের বাসভবনে বিমান হামলায় খতম হয়েছেন ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ (Ismail Haniyeh) । ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগদান এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সঙ্গে বৈঠকের পর হানিয়েহকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (IRGC) বুধবার ভোরে এক বিবৃতিতে নিশ্চিত করেছে,তেহরানে তার বাসভবনকে লক্ষ্য করে চালানো হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহ এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন । বলা হয়েছে,আজ বুধবার ভোরে হামলা চালানো হয়েছিল এবং ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার, হানিয়েহ ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করেছিলেন।
ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিহাই ইলিয়াহু হানিয়াহের হত্যার প্রতিক্রিয়ায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন,’এই নোংরামি থেকে বিশ্বকে পরিষ্কার করার এটিই সঠিক উপায়। আর কোন কাল্পনিক শান্তি বা আত্মসমর্পণ চুক্তি নয়, এই নরাধমদের জন্য আর কোন করুণা নয় ।’ তার কথায়, ‘তাদের যারা আঘাত করবে সেটিই শান্তি এবং একটু স্বস্তি আনবে এবং যারা শান্তি চায় তাদের সাথে শান্তিতে বসবাস করার আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়াহের মৃত্যু বিশ্বকে একটু ভালো করে তুলবে ।’ অন্যদিকে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ফিলিস্তিনি গোষ্ঠীর পলিটব্যুরো প্রধানকে “বিশ্বাসঘাতক ইসরাইলি অভিযানে” হত্যা করা হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, ইসমাইল হানিয়েহের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের উত্তর দেওয়া হবে ।
উল্লেখ্য,ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সময় হামাস ও ফিলিস্তিনের প্রতি তেহরানের সমর্থনের প্রশংসা করার কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনি নেতাকে হত্যা করা হয়।।