এইদিন ওয়েবডেস্ক,ওয়েনাদ(কেরালা),৩০ জুলাই : কেরালার ওয়েনাদে ভূমিধসে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে । বিভিন্ন জায়গায় ভাসতে দেখা যাচ্ছে লাশ । ওয়েনাদের মুন্ডকাই থেকে দুই কিলোমিটার দূরে আট্টমালায় ছয়টি লাশ ভেসে গেছে । চালিয়ারের মুন্ডেরি ও পোথুকালে চারটি মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, তারা তিনজনের মৃতদেহ ভাসতে দেখেছে । মুন্ডাকাই নদী মুন্ডেরি হয়ে ছালিয়ারে প্রবাহিত হয়েছে। দুর্যোগে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। এযাবৎ ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে খবর ।চুরামালা অঞ্চলে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। চারজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। চারজনই পুরুষ। ৫১ জনকে আহত অবস্থায় মেপ্পাদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্ডাকাইয়ের একজন রিসোর্টের কর্মচারী বলেন, মাত্র দশটি বাড়ি অক্ষত আছে । প্রায় ১০০ জন স্থানীয় ট্রি ভ্যালি রিসোর্টে আশ্রয় চেয়েছেন । মুন্ডকাইয়ের জনসংখ্যা পাঁচ শতাধিক। গতকাল আবাদ শ্রমিকসহ তারা নদীর পাড় ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা । জলের তোড়ে গ্রামের মসজিদটি ধসে পড়েছে এবং মৌলবীসহ অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, মুন্ডকাই এবং চুরালমালায় তিনবার ওয়েনাড ভূমিধসের ঘটনা ঘটেছে । আটকা পড়েছে প্রায় ২৫০ জন মানুষ। সেনার তরফে জানানো হয়েছে, কেরালা সরকার উদ্ধার অভিযানে সাহায্য চেয়েছে। এরপর ১৩৮ সদস্যের বাহিনী মুন্ডকাইতে পৌঁছে যায় । চারটি এনডিআরএফ দল আসবে বলে জানা গেছে । এছাড়া কুনুর থেকে দুটি হেলিকপ্টার আসবে। অস্থায়ী সেতু নির্মাণ করা হবে । এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের পাঁচ মন্ত্রী ওয়ানাদে পরিদর্শন করেছেন। রাজস্ব মন্ত্রী বলেন, জেলা কর্তৃপক্ষ মুন্ডকাইয়ের আশেপাশে পৌঁছেছে। কন্ট্রোল রুম খোলা আছে ।।