প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ জুন : হাইকোর্টের নির্দেশে ভোটের ফল ঘোষণার পরে এই রাজ্যে রাজনৈতিকভাবে ‘অত্যাচারিত’দের সঙ্গে কথা বলা শুরু করেছে জাতীয় মহিলা কমিশন । অত্যাচারিতদের সঙ্গে কথা কথা বলতে সোমবার বর্ধমান সার্কিট হাউসে আসেন মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই ও তাঁর টিম । পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া থেকেও ‘নির্যাতিত’রা বর্ধমান সার্কিট হাউসে এদিন হাজির হয়েছিলেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত তিনি ১৭২ জনের সঙ্গে কথা বলেন । তাঁদের অভিযোগ, ফোন নম্বর, ঠিকানা কমিশন সদস্য নথিবদ্ধ করেন ।
এদিকে অভিযোগ নথিভুক্তকরণ চলার মাঝেই কয়েকজন অত্যাচারিতা কমিশনের কাছে অভিযোগ করেন, ‘মহিলা কমিশনের কাছে অভিযোগ জানাতে দিতে পুলিশ বাধা দিচ্ছে’ । এমন অভিযোগ পাওয়ার পর শুনানি বন্ধ করে দিয়ে সার্কিট হাউসের শুনানি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে পুলিশ কর্তাদের সামনে হাজির হন রাজুলবেন এল দেশাই ।পুলিশকে তাঁকে বলতে শোনা যায় ,’“অভিযোগ জানাতে আসাদের নাম, ফোন নম্বর, ছবি নেওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে, কোনও না কোনও ভাবে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা শুধু নজরদারি করুন ।’
এই বিষয়ে পুলিশ সুপার কামনাশীস সেনের যদিও দাবি, ‘পুলিশ কাউকে আটকায়নি। তবে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ।’
মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই এদিন শুধু বলেন, ‘অত্যাচারিতদের বক্তব্য শোনা হচ্ছে। এটা গোপন ব্যাপার। হাইকোর্টে রিপোর্ট করা হবে ।’জানা গিয়েছে, নির্যাতিতাদের বয়ান খতিয়ে দেখার জন্যে মঙ্গলবার বর্ধমান থানা, খণ্ডঘোষ ও জামালপুরে মহিলা কমিশনের তিন সদস্য যেতে পারেন ।।