এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ জুলাই : বেসরকারি গাড়িতে অনেকেই মজাদার মন্তব্য লিখে থাকেন । কেউ কেউ ‘কুনজর’ যাতে না পড়ে সেজন্য গাড়ির পিছনে ছেঁড়া জুতোও পর্যন্ত ঝুলিয়ে দেন । অবশ্য তাতে পুলিশের কোনো মাথাব্যাথার কারন নেই । কিন্তু কলকাতার রাস্তায় একটা গাড়ির পিছনের কাঁচে সাঁটানো একটা স্টিকার থেকে নজর ঘোরাতে পারেনি পুলিশ । সেই স্টিকারে লেখা ছিল ‘সাপকে বিশ্বাস করো কিন্তু মেয়েদের নয়’(Belive A Snake Not A Girl) । স্পষ্টতই এটা নারীবিদ্বেষমূলক । তাই পদক্ষেপ নিতে বাধ্য হয় পুলিশ ।
দিন দুয়েক আগে ওই গাড়ির পিছনের অংশের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের ফেসবুক পেজে লেখা হয়েছে,’নীচের ছবিতে আপনি যে গাড়ির স্টিকারটি দেখতে পাচ্ছেন,তা দৃষ্টি আকর্ষণ করে আমাদের এক কর্তব্যরত সহকর্মীর।প্রথমেই তাঁর মনে হয়, আপাত মজার আড়ালে প্রচ্ছন্ন রয়েছে নারীবিদ্বেষ। এছাড়াও, এই ধরনের প্রকাশ্য উস্কানিমূলক বার্তা আইনের দৃষ্টিতে মানহানি হিসাবে গণ্য হতে পারে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ (১) ধারার অধীনে হতে পারে শাস্তির ব্যবস্থাও । সুতরাং আইনের পথ নেওয়াই যেত, তবে আমরা সিদ্ধান্ত নিই গাড়ির মালিককে একবার অনুরোধ করার, যার ফলে তাঁর চেতনা আসে, যাতে তিনি স্টিকারটি সরিয়ে নেন। তাঁকে ভেবে দেখতে বলি, এমন একটি সামগ্রিক এবং নেতিবাচক বার্তার মাধ্যমে কি তিনি তাঁর নিজের পরিবারের মহিলাদেরও হেয় করছেন না?’
এরপর লেখা হয়েছে,’আনন্দের বিষয়, আমাদের অনুরোধের পিছনে আসল উদ্দেশ্য বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি সরিয়ে দেন স্টিকারটি। একজন সহ-নাগরিকের এই সহযোগিতায় আমরা খুশি তো বটেই, সেইসঙ্গে আবেদন আপনাদের কাছেও, মহিলাদের পক্ষে ভারতের সবচেয়ে নিরাপদ শহরের সুনাম বজায় রাখার ।’
কিন্তু ওই ব্যক্তির পরিচয় ও গাড়ির নম্বর প্রকাশ্যে আনেনি পুলিশ । তাই গাড়ি মালিক নিছক মজা করার জন্য,নাকি প্রেমে ব্যর্থ হয়ে বা অন্য কোনো কারনে এই ধরনের নারী বিদ্বেষমূলক পোস্টার লাগিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি ।।