শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জুন : রক্তদান মহৎ দান। বর্তমানে করোনা অতিমারির কারণে প্রতিটি ব্লাডব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই এই রক্ত সংকট পূরনের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাচান্দা অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের শিবপুর গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল । শতাধিক রক্তদাতা প্রস্তুত থাকলেও লকডাউনের কারণে কেবল ৩০ জনের রক্ত নেওয়া হয় । সংগৃহীত বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ।
এই মহতি শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, মাহাচান্দা অঞ্চলের প্রধান পার্বতী সরেনসহ মাহাচান্দা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দ। রক্তদানের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ক মান গোবিন্দ অধিকারী কে সম্বর্ধনা জানানো হয়।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান ,বর্তমানে অতিমারির কারণে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা গেছে । ইতিমধ্যেই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ মহাচান্দা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্ত সংকট মেটাতে আগামী দিনেও এই ধরনের মহৎ শিবির ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে চলবে ।।