এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম,২৯ জুলাই : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত । সাজাপ্রাপ্তের নাম অমরেশ মাহাতা । পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে আদালত । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার ।
পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার বাসিন্দা অমরেশ মাহাতার প্রতিবেশী নির্যাতিতা কিশোরী । বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস করে আসছিল অমরেশ । মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দেয় সে । কিন্তু অভিযুক্ত যুবক নাবালিকার সঙ্গে কোনো প্রকার সম্পর্কে জড়ানোর কথা অস্বীকার করে । এরপর মেয়েটির পরিবার জামবনি থানায় একটি অভিযোগ দায়ের করে ।
পুলিশ জানিয়েছে,অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পকসোসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হয় । মামলার তদন্তভার ছিল ঝাড়গ্রামের তৎকালীন এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্যের উপর । তিনি অভিযুক্ত অমরেশকে গ্রেফতার করেন এবং আদালতে তথ্যপ্রমাণ সম্বলিত চার্জশিট দ্রুত পেশ করেন । অমরেশ হেফাজতে থাকাকালীনই বিচারপর্ব শুরু হয় । দিন কয়েক আগে অভিযুক্তকে দোষী সব্যস্ত করে ২০ বছরের কারাদন্ডের পাশাপাশি নির্যাতিতা কিশোরীকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত ।।