এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৮ জুলাই : শনিবার উত্তর ইসরায়েলের দ্রুজ শহরের মাজদাল শামসের ফুটবল খেলার মাঠে ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর রকেট হামলার পর ক্ষোভে ফুঁসছে ইসরায়েল । প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে ‘মাজদাল শামসের হত্যাকাণ্ডের হামলাকে “নিরবে যেতে দেবে না ।’ ওই হামলায় ১০ থেকে ২০ বছরের কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে । শনিবার হিজবুল্লাহর ওই হামলার কয়েক ঘন্টার মধ্যেই পালটা জবাব দিতে শুরু করেছে ইসরায়েল । ইসরায়েলের বিমানবাহিনী লেবাননের কাফর কিলা, তের হারফা, কাফরা এবং খিয়ামে হিজবুল্লাহ-এর ঘাঁটিগুলিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে বলে অসমর্থিত সূত্রের খবর । তবে এই বিষয়ে লেবাননের সন্ত্রাসী সংগঠনটি এখনো মুখ না খোলায় হতাহতের পরিসংখ্যান জানা যায়নি ।
শনিবার বিকেলে ইসরায়েলের ড্রুজ শহরে গোলান হাইটসে মাজদ আল-শামসের একটি খেলার মাঠে শিশু,কিশোর ও যুবকরা যখন ফুটবল খেলছিল সেই সময় লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ রকেট হামলা চালায় । ইরানের ওই রকেটের বিস্ফোরণে অন্তত ৩০ জন গুরুতর আহত হয় এবং ১২ জন শিশু,কিশোর ও যুবকের প্রাণ কেড়ে নেয় । বিস্ফোরণের তীব্রতায় ওই সমস্ত অল্পবয়সী ছেলেদের শরীরের দেহাংশগুলি বহুদুর পর্যন্ত ছিটকে পড়ে । যদিও হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ ৷ সন্ত্রাসী গোষ্ঠীটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এর ‘মিসফায়ার থেকে হয়েছে’ বলে প্রচার শুরু করে । যদিও আইডিএফ সাফ জানিয়ে দেয় যে ইরানি রকেট দিয়েই হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ।
হামলার পর আইডিএফের প্রধান ড্যানিয়েল হাগারি একটি ভিডিও বার্তায় বলেছেন,’এই হামলা হিজবুল্লাহর আসল চেহারা দেখায় – একটি সন্ত্রাসী সংগঠন যা শনিবার সন্ধ্যায় ফুটবল খেলায় মগ্ন শিশুদের লক্ষ্য করে এবং হত্যা করে ।’।