এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জুলাই : সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই । তাতে বলা হয়েছে রাজ্যের ১৭টি পুরসভায় নিয়ম বহির্ভূতভাবে ১ হাজার ৮৩৪ জনকে নিয়োগ করা হয়েছে । করণিক, সাফাইকর্মী, চালক, হেল্পার-সহ বিভিন্ন পদে তাঁদের নিয়োগ করা হয় কামারহাটি, টিটাগড়, রানাঘাট, কৃষ্ণনগর, বরানগর প্রভৃতি পুরসভাগুলির নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে সিবিআই । তবে সবাইকে ছাপিয়ে গেছে দক্ষিণ দমদম পুরসভা। দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের আমলে বেআইনিভাবে ৩২৯ জনকে নিয়োগ করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কামারহাটি এবং তৃতীয় বরানগর পুরসভা।
সিবিআইয়ের পেশ করা ৩২ পাতার চার্জশিট অনুযায়ী, পাঁচু গোপাল রায় চেয়ারম্যান থাকার সময়, ২০২০ সালে দক্ষিণ দমদম পুরসভায় গ্রুপ সি ও ডি পদে একই দিনে মোট ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে মজদুর পদে চাকরি পায় ২৭ জন। দু’জনকে পিয়ন পদে নিয়োগ করা হয়েছিল । কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল যে তারা সবাই মৌখিক পরীক্ষায় ফেল করেছিল৷ আর লিখিত পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর একই । মজদুর পদের প্রার্থীদের প্রাপ্ত নম্বর ছিল ৫৫ এবং দুই পিয়ন পদের প্রার্থীরা ৭৫ নম্বর করে পেয়েছিল । একইদিনে ওই ২৭ জনের নিয়োগের অর্ডারে স্বাক্ষর করেছিলেন চেয়ারম্যান পাঁচু রায় । তবে চার্জশিটে পাচু রায় ছাড়াও অভিযুক্তর তালিকায় রয়েছেন অয়ন শীল ও তাঁর একাধিক সংস্থা ।
তবে দক্ষিণ দমদম পুরসভার থেকে নিয়োগ দুর্নীতিতে কোনো অংশে পিছিয়ে নেই কামারহাটি ও বরানগর পুরসভা । ওই দুই পুরসভায় যথাক্রমে ৩০৩ জন ও ২৭৬ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয় । ওই তিন পুরসভা ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তালিকায় রয়েছে আরও বহু পুরসভার নাম । সেগুলির মধ্যে রয়েছে টিটাগড়,কৃষ্ণনগর,রানাঘাট, নিউ বারাকপুর,দমদম,উত্তর দমদম,কাঁচরাপাড়া,হালিশহর, বাদুড়িয়া, বীরনগর,ডায়মন্ড হারবার,উলুবেড়িয়া,টাকি এবং নবদ্বীপ পুরসভা ।
সিবিআই জানিয়েছে, ২০১৪ সাল থেকে এই পুরসভাগুলিতে নিয়োগ হয়েছিল ৩৬৫০ জনের যার মধ্যে বেআইনিভাবে নিয়োগ হয় ১৮১৪ জনের । তার মধ্যে টাকি পুরসভা- ১৫, বাদুড়িয়া পুরসভা- ৩৯, কামারহাটি পুরসভা- ৪৯, দমদম পুরসভা- ৬১, দক্ষিণ দমদম- ৩২৯,০ হালিশহর পুরসভা- ৩৯, কাঁচড়াপাড়া পুরসভা- ৩০৩, নিউ ব্যারাকপুর পুরসভা- ৭৪, টীটাগড় পুরসভা- ২২১, রানাঘাট পুরসভা- ১০১, নবদ্বীপ পুরসভা- ১, বীরনগর পুরসভা- ২৬, কৃষ্ণনগর পুরসভা- ২০০, ডায়মন্ড হারবার পুরসভা- ১৮, উত্তর দমদম পুরসভা- ৬৪, বরানগর পুরসভা- ২৭৬, উলুবেড়িয়া পুরসভা- ১৮ জনকে বে আইনি ভাবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই ।।