এইদিন স্পোর্টস নিউজ,২৬ জুলাই : মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল খেলা ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয় এবং ভারত বাংলাদেশকে শোচনীয়ভাবে হারিয়েছে । ১০ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার শেষে ভারতের মেয়েরা কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান করে সহজেই ম্যাচ জিতে নেয় ।
বাংলাদেশের পক্ষে নিগার সুলতানা ৩২ রান করেন এবং ঝর্ণা আক্তার অপরাজিত ১৯ রান করেন। এই দুই খেলোয়াড় ছাড়া আর কেউ দুই অঙ্ক পার করেননি। ভারতের হয়ে বোলিংয়ে রেনুকা সিং ও রাধা যাদব ৩টি করে উইকেট নেন এবং পূজা ভাস্ত্রকার ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট নেন।
ভারতের হয়ে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেওয়া স্মৃতি মান্দানা অপরাজিত ৫৫ এবং শেফালি ভার্মা অপরাজিত ২৬ রান করে দলকে ১০ 1উইকেটে দুর্দান্ত জয় এনে দেন। এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হবে এবং সেই ম্যাচের বিজয়ী ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে। আজকের এই জয়ের পর বিসিসিআই সচিব জয় শাহ টুইট করেছেন,’ফাইনালে বাঁধা ! বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে আমাদের মেয়েদের ক্লিনিক্যাল প্রচেষ্টা ! রেণুকা ঠাকুরের কী দুর্দান্ত নতুন বলের স্পেল – মাত্র ১০ রানে ৩ উইকেট! ট্রফি ঘরে নিয়ে এসো, মেয়েরা !’