এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২৬ জুলাই : একজন ধারাল অস্ত্রধারী ব্যক্তি, যে একটি ফৌজদারি মামলায় জামিনে রয়েছে, বৃহস্পতিবার জম্মু রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কনস্টেবলকে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ করেছিল । ধারাল ছুরি দিয়ে কনস্টেবলকে সে এলোপাথাড়ি কোপায় । কিন্তু সবচেয়ে লজ্জাজনক বিষয় হল যে সেই সময় অনেক রেলযাত্রী সেখানে উপস্থিত থাকলেও কনস্টেবলকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি তারা । ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । যেটি এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । আরপিএফ কর্মকর্তারা জানিয়েছেন, কনস্টেবল মোহন লাল হামলায় আহত হন কিন্তু হামলাকারীকে তার রাইফেল ছিনিয়ে নেওয়া থেকে আটকাতে সক্ষম হন ।
ঘটনাটি বুধবার সন্ধ্যায় ঘটে । হামলাকারীকে কাঠুয়া-নিবাসী দেবেন্দ্র সিং হিসাবে চিহ্নিত করেছে পুলিশ । যে বর্তমানে জম্মুর নানক নগরে থাকে, ঝিলাম এক্সপ্রেস থেকে নেমে এসে হামলা শুরু করে ওই দুষ্কৃতী ।একজন পুলিশ কর্মকর্তা বলেছেন,’দেবেন্দ্র সিং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার আগে কনস্টেবলের সার্ভিস রাইফেলটি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেছিল । তবে রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।’ জানা গেছে,দেবেন্দ্র সিংয়ের অপরাধমূলক ইতিহাস রয়েছে এবং কাঠুয়ায় একটি খুনের মামলার আসামি সে ৷ কর্তৃপক্ষ রেলওয়ে থানায় সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কর্মকর্তারা বলেছেন, অস্ত্র ছিনিয়ে নেওয়ার পেছনে তার উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।।