দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৪ জুলাই : ‘প্রিয় শিক্ষক’কে বদলির প্রতিবাদে আজ বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অবিভাবকরা ৷ বিক্ষোভে অংশগ্রহণ করে পড়ুয়ারাও । বিক্ষোভের জেরে বন্ধ থাকে পঠনপাঠন । তবে স্কুল পরিদর্শকের অনুরোধে মিড ডে মিল চালু রাখা হয় বলে জানা গেছে । পরে আউশগ্রাম-২ ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে মঙ্গলচণ্ডী পাল নামে ওই শিক্ষকের বদলির সিদ্ধান্ত বাতিলের আবেদন জানান অবিভাবকরা । পাশাপাশি তারা এটাও জানান যে বদলির সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলন চলবে। এই বিষয়ে গুসকরা-১ চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সোমনাথ সেনের প্রতিক্রিয়া,’অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যার থেকে শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি । অন্যদিকে কাছাকাছি এলাকার একটি স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তাই সরকার নিয়ম মেনেই ওই শিক্ষককে ওই স্কুলে বদলি করা হয়েছে ।’
জানা গেছে,আউশগ্রাম থানার অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৬৭ জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৪ জন। তাদের মধ্যে শিক্ষক মঙ্গলচণ্ডী পাল খুবই জনপ্রিয় এলাকায় । সম্প্রতি স্কুল পরিদর্শকের অফিস থেকে এলাকার কয়েকজন শিক্ষক শিক্ষিকার বদলির নির্দেশের তালিকা প্রকাশ করা হয় । ওই তালিকায় মঙ্গলচণ্ডী পালেরও নাম রয়েছে বলে জানা গেছে ৷ স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে পড়লে ওই শিক্ষকের বদলির প্রতিবাদে সরব হন। আজ তারই প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় । এদিন সকাল দশটা থেকে বেশ কিছু লোকজন স্কুলে এসে গেটে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় । পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হয় ।।