এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,২৪ জুলাই : আজ বুধবার নেপালের(Nepal) ত্রিভুবন বিমানবন্দরে (Tribhuvan International Airport) সৌর্য এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে । বিধ্বস্ত বিমান থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৯ জন প্রযুক্তিবিদ এবং দুই ক্রু সদস্য নিয়ে পোখারার উদ্দেশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিমানবন্দরের পূর্ব দিকে বিধ্বস্ত হয় ৷
দুর্ঘটনার পর নিয়োজিত উদ্ধারকারী দল এযাবৎ ১৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। একইভাবে একজন ক্রু সদস্যকে উদ্ধার করে আহত অবস্থায় কেএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, চালক মনীশ শাক্য কথা বলতে পারছেন। বিমানবন্দর সূত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে সৌর্য এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে উড্ডয়নের সময় রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুরের মতে, ত্রিভুবন বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার সময় সৌর্যের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে ।।