প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুন : প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে যাবার পথে দীর্ঘক্ষণ রেলগেট আটকে থাকে গড়িতেই সন্তান প্রসব করে ফেললেন এক প্রসূতি । তখনও গেট না খোলায় সন্তান সহ প্রসূতি কে আরও বেশ কিছুটা সময় আটকে থাকতে হয় । ঘটনাটি রবিবার বেলায় ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের তালিত রেলগেটে । যানিয়ে রেল গেটে আটকে থাকা অন্য যাত্রী সাধারণ ও প্রসূতির পরিবার ক্ষোভ উগরে দিয়েছেন। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রসূতি কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানেই মা ও শিশু দু’জনেই চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ রয়েছে বলে পরিবার সদস্যরা জানিয়েছেন । এদিনের ঘটনার পর থেকে আরও জোরালো হয়েছে ’তালিত রেল গেটের উপরে’ উড়ালপুলের দাবি।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
প্রসূতির নাম মন্দিরা দাস। তাঁদের বাড়ি বর্ধমান-১ ব্লকের অন্তর্গত পিলখুড়ি গ্রামে ।এদিন সকালে মন্দিরার প্রসব যন্ত্রণা ওঠে। পরিবারের সদস্যরা একটি চারচাকা গাড়িতে প্রসূতিকে চাপিয়ে নিয়ে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল হাসপাতালের উদ্দেশ্য রওনা হন । হাসপাতাল যাওয়ার পথে বর্ধমান-সিউড়ি ২ (বি)জাতীয় সড়কে হলদি দে পাড়ার কাছে গাড়িতেই মহিলার প্রসব যন্ত্রণা চরমে ওঠে ।
চালক গাড়িটি সেখানেই কিছুক্ষনের জন্য দাঁড় করান।তারপর সেখানে থেকে হাসপাতালে যাবার পথে তালিত রেলগেটে ফের গাড়ি আটকে পড়ে। দীর্ঘক্ষন রেলগেটে আটকে থাকাতে হওয়ায় প্রসূতিকে দ্রুত আর হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি । হাসপাতালে পৌছাতে না পারায় রেলগেটে গাড়িতেই প্রসূতি সন্তান প্রসব করে ফেলেন।
জানা গিয়েছে,বেশ কয়েক বছর হল ২-বি জাতীয় সড়কের দু’জায়গায় রেলগেটের উপরে উড়ালপুল তৈরীর পরিকল্পনা গৃহীত হয়েছে । কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন রোগী থেকে সাধারন মানুষজন। দীর্ঘক্ষন রেলগেট বন্ধ থাকায় হাসপাতালে নিয়ে যাবার আগে ইতিপূর্বে এলাকার এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছে। এমনকি দীর্ঘক্ষন রেলগেট বন্ধ থাকার কারণে যানজটও নিত্যদিনের সঙ্গী।এখন করোনা কালে বেশীরভাগ ট্রেন চলাচল বন্ধ থাকালেও তালিতে দীর্ঘক্ষন রেলগেট বন্ধ হয়েই থাকছে বলে স্থানীয়রা জানান । সেই কারণে সড়ক পথের যাত্রী থেকে রোগী সবাইকেই রেলগেটে দীর্ঘক্ষন অপেক্ষা করতেই হচ্ছে।
এব্যাপারে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বলেন, তালিত রেল গেটে উড়ালপুল তৈরীর কথা জাতীয় সড়ক কতৃপক্ষের। তবে এখনও কেন উড়ালপুল তৈরির কাজ শুরু হয়নি তা খোঁজ নিয়ে জেনে বলতে পারবেন বলে জনসংযোগ আধিকারিক
জানিয়েছেন’।এই পরিস্থিতিতে কবে উড়ালপুল তৈরি হবে , কবে নিস্কৃতি মিলবে ভোগান্তি থেকে তার উত্তর এখন হাতড়ে বেড়াচ্ছেন তালিতের বাসিন্দারা ।।