এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুলাই : রবিবার ধর্মতলায় দলীয় সমাবেশে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন,বাংলাদেশের মানুষ আসতে চাইলে তিনি তাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন । রাজ্যের দরজা তাদের জন্য খোলা । এদিকে তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই খাস কলকাতায় ঘর ভাড়া নিয়ে লুকিয়ে বসে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ । পুলিশ ধৃতদের মিজান শেখ, রুবেল শেখ, সবুজ কুণ্ডু ও রাহুল শেখ নামে চিহ্নিত করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে । তবে তারা কোটা আন্দোলনের অশান্তি থেকে বাঁচতে কলকাতায় আশ্রয় নেয়নি । কোনো অপরাধ সংগঠিত করতেই তারা সূযোগের অপেক্ষা করছিল বলে মনে করছে পুলিশ ।
প্রতিবেদনে জানা গেছে,একটি চারচাকা গাড়িতে চড়ে যাচ্ছিল ওই চার বাংলাদেশি দুষ্কৃতী । পুলিশ রুটিন তল্লাশি চালানোর সময় তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা কবুল করে যে তারা সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ভারতে অনুপ্রবেশ করেছে এবং নরেন্দ্রপুর থানা এলাকায় বাড়ি ভাড়া করে ছিল । এরপর পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে । একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
প্রসঙ্গত,সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ । দেশ জুড়ে বর্তমানে কার্ফু জারি রয়েছে । ইতমধ্যে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে । প্রথমে আন্দোলনটি ছাত্রছাত্রীরা শুরু করলেও এখন সেটা রাজনৈতিক রঙ নিয়েছে । বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার মিত্র, উগ্র ইসলামপন্থী জামায়াত-ই-ইসলামী বাংলাদেশসহ কট্টর ইসলামি সংগঠনগুলি
আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে বলে খবর । বাংলাদেশের সুপ্রিম কোর্ট সমস্ত কোটা বাতিল করে দিলেও এখনো পরস্থিতি স্বাভাবিক নয় । আন্দোলনকারী এবং বিক্ষোভকারীরা যারা ঢাকা এবং দেশের অন্যান্য শহর ও শহরের রাস্তায় পুলিশের সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হয় তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক শাসনের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছে বলে জানা গেছে । এদিকে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির কারনে ভারত-বাংলাদেশ সীমান্ত বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে । কিন্তু দুই দেশের সীমান্ত উন্মুক্ত থাকায় এই অশান্তির সুযোগ নিয়ে বাংলাদেশি সন্ত্রাসবাদী ও দুষ্কৃতীদের ভারতে ঢুকে পড়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে । কলকাতায় ৪ বাংলাদেশি দুষ্কৃতী ধরা পড়ার পর সেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে ।।