এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জুন : গভীর রাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের সারদা পার্কসাগর কালীবাড়ি এলাকায় । ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ । আক্রান্ত বিজেপি কর্মী পিন্টু ঘোষের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তিলক ভট্টাচার্যের নেতৃত্বে এই হামলা চালানো হয় । যদিও এই অভিযোগ অস্বীকার করছেন তিলকবাবু । পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।
সারদা পার্কসাগর কালীবাড়ি এলাকার বাসিন্দা
বিজেপি কর্মী পিন্টু ঘোষ বলেন, ‘শনিবার রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে । তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম । হঠাৎ দুমদাম আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় । তারপর দেখি তৃণমূল নেতা তিলক ভট্টাচার্যের নেতৃত্বে বেশ কিছু লোকজন ইঁট,বাঁশ,রড প্রভৃতি নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে । ওরা বাড়ির দু’তলার কাঁচের জানালা দুটো ভেঙে দিল । বাইকের সিট ভেঙে দিল । ফুলের টবগুলো ভেঙে গুঁড়িয়ে দিল । তার সাথে বাড়ির মহিলা ও বাচ্ছাদের নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের বাড়ির পর যথাক্রমে প্রদ্যুৎ নামে এক বিজেপি কর্মীর বাড়ি, আমার দাদার বাড়ি ও মিন্টু নামে আর এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালালো ।’ তাঁর অভিযোগ, ‘আমরা বিজেপি করি বলে বারবার আমাদের উপর আক্রমন হচ্ছে । ভোটের আগে আমার দোকান ভেঙে দেওয়া হয়েছে । তারপর ভোট মিটতেই বাড়ি ভাঙচুর করা হয় । শনিবার রাতে ফের বাড়ি ভাঙচুর করল । দিনের পর দিন এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না । এর একটা বিহিত করুক পুলিশ প্রশাসন ।’
পিন্টুবাবুর বাড়ির গৃহবধু শুভ্রা চক্রবর্তী ঘোষ বলেন, ‘শনিবার রাতের ঘটনার পর ঠাকুরপুকুর থানার পুলিশ এসেছিল । অভিযুক্তদের নাম লিখে নিয়ে গেল । প্রত্যেক বারেই এটাই হয় । আগের বারে যখন আমাদের বাড়িতে হামলা হয়েছিল, ভোটের আগের দিন বাড়ির সামনে ওরা বোম ফেলেছিল তখনও পুলিশ এসে অভিযুক্তদের নামধাম নিয়ে গিয়েছিল । কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি । জিজ্ঞাসা করলে বলে দেখছি দেখবো । এই পরিস্থিতিতে আমরা খুব আতঙ্কে আছি ।’
অন্যদিকে দক্ষিন কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সদস্য তিলক ভট্টাচার্য বলেন, ‘যারা আমার নামে অভিযোগট করছে তাদের নিজেদের নামেই বিভিন্ন অভিযোগ রয়েছে । খুন,অস্ত্র আইনে ওদের বিরুদ্ধে মামলা চলছে । মানুষের সহানুভূতি পাবার জন্য মাঝেমধ্যে নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করে। শনিবার রাতের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।’।