এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ জুলাই : খুড়তুতো দাদা যখন মারা যান তখন সে কিশোর, নবম শ্রেণীর ছাত্র ছিল । দাদার বাড়িতে অবাধ যাতায়াত ছিল তার । দাদার মৃত্যুর কয়েকমাস পর থেকেই বউদির সঙ্গে গড়ে ওঠে শারিরীক সম্পর্ক । কিন্তু সম্প্রতি বউদি এড়িয়ে চলছিল । দেখা হলে মুখ ফিরিয়ে নিত । এটা তার সহ্য হয়নি । সেই আক্রোশেই বউদিকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে পুলিশের জেরায় জানিয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাটের বাসিন্দা ধৃত প্রবীণ বৈরাগ্য (১৯) । পুলিশ সূত্রে খবর, জেরার প্রবীণ কবুল করেছে ‘বউদির মুখ ফিরিয়ে নেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি ।’ অন্যদিকে প্রবীণের খুড়তুতো বউদি চুমকি বৈরাগ্য (৩১) বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে । তবে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে ।
জানা গেছে,কাটোয়া থানার পানুহাট বৈদ্যপাড়ার বাসিন্দা চুমকি বৈরাগ্যের স্বামী নরোত্তম বৈরাগ্য বছর চারেক আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে । স্বামী মারা যাওয়ার সময় চুমকিদেবীর ছেলেমেয়ে তখন খুব ছোট । পাশেই বাড়ি খুড়শ্বশুরের । খুড়শ্বশুরের ছেলে নবম শ্রেণীর ছাত্র প্রবীণ বৈরাগ্যের বাড়িতে আনাগোনা ছিল । সেই সূত্রে কিশোর দেবরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি । কিন্তু মাস তিনেক আগে তাদের অবৈধ সম্পর্কের কথা জেনে যায় প্রবীণের বাবা-মা । প্রবীণকে তারা অনেক বোঝানোর চেষ্টা করেন । কিন্তু বউদির প্রেমে মসগুল প্রবীণ বাবা-মায়ের কোনো কথাতেই কান দেয়নি । শেষে প্রবীণকে ত্যাজ্য পুত্র করে দেন তার বাবা।
জানা গেছে,এদিকে গোপন সম্পর্কের কথা জানাজানি হতেই চুমকি বৈরাগ্য তার দেবরকে এড়িয়ে যেতে শুরু করেন । তাদের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় । কিন্তু নাছোড়বান্দা প্রবীণ তার বউদির পিছু ছাড়েনি । সম্পর্ক রাখতে সে বউদির উপর জোরজবরদস্তি করে এবং এমনকি মারধর শুরু করে বলে অভিযোগ । যেকারণে প্রবীণের বিরুদ্ধে চুমকিদেবী মারধর ও শ্লীলতাহানির অভিযোগ তুলে কাটোয়া থানায় একটি মামলা দায়েরও করেছিলেন । গ্রেফতারও হয় প্রবীণ । কিন্তু ছাড়া পাওয়ার পর সে ফের বউদির পিছনে পড়ে । শুক্রবার বিকেলে চুমকিদেবী মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য বের হলে পানুহাট বাজারের কাছে আটকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রবীণ ।
আক্রান্ত মহিলার মা সাধনা দে প্রবীণের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে । আজ শনিবার ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার ধারে ঝোপজঙ্গলের মধ্যে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ । পরে ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় ৷।