প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুলাই : গুলি বন্দুক নিয়ে লড়াই এখন অতীত। একদা রাজ্য পুলিশের ঘুম কেড়ে নেওয়া মাওবাদী নেতা অর্ণব দাম শুক্রবার জানালেন,এখন গবেষণাতেই তিনি মনোনিবেশ করবেন। ইতিহাস বিষয়ে পিএইচডি করার জন্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন অর্ণব দাম। ইন্টারভিউ দেওয়া ২৪৯ জনকে পিছনে ফেলে অর্ণব প্রথম স্থান লাভ করেন । তবুও তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত সোমবার ইতিহাস নিয়ে পিএইচডির জন্য মাওবাদী অর্ণব দামের কাউন্সেলিং সম্পন্ন হয়। আর এদিন বিশ্ববিদ্যালয়ে অর্ণবের ভেরিফিকেশন সম্পূর্ণ হল।
ভেরিফিকেশনের জন্যে এদিন দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে করে অর্ণব দামকে নিয়ে আসা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে । সেখান থেকে তাঁকে ইতিহাস বিভাগে নিয়ে যাওয়া হয়।সেখানেই হয় অর্ণবের ভেরিফিকেশন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন,’ভেরিফিকেশন কমপ্লিট হল অর্ণব দামের।আগামী সপ্তাহ থেকেই ক্লাস শুরু হবে।সপ্তাহে দু’দিন ক্লাস হবে।অর্ণব সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করবেন।এখনো তার গাইড ঠিক হয় নি।এখন কোর্স ওয়ার্কের পর্ব চলছে। কোর্স ওয়ার্কের প্রক্রিয়া মিটলে বোর্ড অব রিসার্চ স্ট্যাডিজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাইড ঠিক করা হবে। এখন যেহেতু অর্ণব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড স্টুডেন্ট,তাই তাঁর লাইব্রেরিতে পড়াশোনা করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না’।
২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয়। সে দিনের হামলায় ২৪জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল। জওয়ানের পাল্টা প্রতিরোধে ৫ মাওবাদীও মারা গিয়েছিলেন। শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম।গত ২৯ ফেব্রুয়ারী তাঁর সাজা ঘোষণা হয় । তার পর থেকে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল,পরে গত ১৭ মার্চ থেকে অর্ণবের ঠিকানা হয় হুগলীর চুঁচুড়ার সংশোধনাগার । সেখানে লাইব্রেবী থেকে বই নিয়ে অর্ণব পড়াশোনা করেন।অর্ণব আগেই ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর হয়েছেন। ইতিহাস বিষয়ে পিএইচডি করার জন্য এখন অর্ণব দামের ঠিকানা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার ।।