এইদিন স্পোর্টস নিউজ,১৯ জুলাই : বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৪) অফিসিয়াল ওয়েবসাইটে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে স্পেন। ইউরোজয়ী দলটি পাঁচ ধাপ এগিয়ে উঠেছে তিনে। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে এক ধাপ। চতুর্থ অবস্থান থেকে পাঁচে নেমে গেছে দলটি । এদিকে গত ১৫ মাস ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আর্জেন্টাইনদের দখলে। এবারের কোপা জিতে সেই অবস্থান আরও সমৃদ্ধ করেছে মেসি-মার্টিনেজরা। কোপা জয়ে আলবিসেলেস্তিদের রেটিং পয়েন্ট ৪১.৩৪ বেড়ে ১৯০১.৪৮ হয়েছে।
ইউরোর সেমিফাইনালে বিদায় নেওয়া ফ্রান্স দুইয়েই থাকছে। তাদের রেটিং পয়েন্ট এখন ১৮৫৪.৯১। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট সবচেয়ে বেশি বেড়েছে স্পেনের। ইউরোর রানার আপ হয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। কোপার ফাইনালে উঠে র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে কলম্বিয়াও । শীর্ষে দশে উঠে এসেছে হামেস রদ্রিগেজের দল । শীর্ষ দশের বাকি চার দল বেলজিয়াম (৬), নেদারল্যান্ডস (৭), পর্তুগাল (৮) ও ইতালি (১০)। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হয়েছে রোনালদোর পর্তুগালের ।।