সে ছিলো ঠিক রহস্যময় দুরন্ত এক মেঘ…
হাতের মুঠোয় পেতাম যদি দিতাম রুখে বেগ।
পা ফেলেছি অস্থিরতার মেঘের কোলে যেই….
সুখ খুঁজেছি তাকে ঘিরেই মনের উঠানেই।
মেঘের কোলে মস্ত প্রাচীর গঠন মূলে ভেদ ….
বিধির হাতে লাটাই ঘুড়ি সুখের ঘরে ছেদ।
সুখ কী সব হাতের মোয়া!চাওয়া মানেই পাওয়া…
জীবনভোর প্রহর গুনি হঠাৎ দেখি হাওয়া!
উঠান জুড়ে ধামসা মাদল মেঘের কালো ঘুম….
অকস্মাৎই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার ধুম।
মেঘবৃষ্টির আলিঙ্গনে ছন্দে ফিরছে জগৎ…
বৃষ্টিকণা জানান দিলো মেঘের সহবৎ।
সহবৎ-এ ভেসে গেলো ছোট্ট নাজুক প্রাণ…
সময় মতো বুঝে নিলো মেঘের অবস্থান!
মেঘ বরাবর সেই-তো নালিশ বাঁচার আর্তনাদ…
জল বিহনে মেঘও বাঁচুক্ মনের বড় সাধ।।