প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ জুন : কোভিড অতিমারির কারণে কলেজে বন্ধ রয়েছে পঠন পাঠন।তারই মধ্যে ’ফিজ’ বৃদ্ধি হওয়ায় প্রতিবাদে মুখর হলেন বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজের ছাত্রীরা । বর্ধিত’ফিজ’ প্রত্যাহারের দাবিতে শনিবার তাঁরা প্ল্যাকার হাতে কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ।দাবি মানা না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহিলা কলেজের ছাত্রীরা ।
বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজর ছাত্রী অমৃতাসাউ ও সৈয়দ সেহেরিন জানান,কোভিড অতিমারির কারণে প্রায় দু’বছর ধরে তাঁদের কলেজ বন্ধই থেকেছে। অতিমারির কারণে অর্থ সংকট দেখা দিয়েছে কলেজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ছাত্রীদের পরিবারে । এই দু’বছরে কলেজ ইলেক্ট্রিক,জল ও অন্য কোনও পরিকাঠামো সেইভাবে ব্যবহারও হয়নি।তবুও বাড়ানো হল কলেজের ’ফিজ’। ছাত্রীদের দাবি কোন যুক্তিতে এখন ’ফিজ’ বাড়ানো হল তা তাঁদের বোধগম্য হচ্ছে না । অবিলম্বে বর্ধিত ’ফিজ’ প্রত্যাহার করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন । লকডাউনের জেরে কলেজে পড়াশোনা এখন কার্যত শিকেয়। এই অবস্থায় ছাত্রীদের দাবি নিয়ে কলেজ কতৃপক্ষ কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।
এবিষয়ে কলেজের একাউন্ট সেকশনে কর্মরত শেখ লাল্টু জানান, ফিজ’ বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তার আশা করা যায় কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের দাবির বিষয়টি সহানুভূতির সঙ্গেই দেখবেন । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন,“ফিজ বৃদ্ধি না করার জন্যে তাঁদের অধীনস্থ কলেজগুলিকে আগেই বার্তা দিয়েছেন ।অধিকাংশ কলেজ সেই বার্তাকে মান্যতা দিয়েছে। উপাচার্য্য আরও বলেন ,পরীক্ষার ফিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অর্ধেক করে দেওয়া হয়েছে। তবে কোন কলেজ যদি তা না মানে সেটা একাণ্তই তাদের নিজস্ব ব্যাপার।কারণ বিশ্ববিদ্যালয় কোন কলেজকে এই বিষয়ে নির্দেশ দিতে পারে না ।’।