প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ জুন : বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে এক জমি মালিের কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো প্রতারকদের বিরুদ্ধে । ঘটনার বিষয়ে প্রতারিত অরুপ কুমার চৌধুরী বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন । অভিযোগ পেয়ে অর্থ আত্মসাত ও প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । শুরু হয়েছে প্রতারকের খোঁজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অরুপ চৌধুরীর বাড়ি শহর বর্ধমানের পিসি মিত্র লেনে । পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর জমিতে টাওয়ার বসানোর জন্যে ২০১০ সালে তাঁর কাছে ফোন আসে। টাওয়ার বসানোর জন্য ফোনে তাঁকে নানা প্রলোভন দেওয়া হয়।তাঁকে জানানো হয় টাওয়ার বসালে মোটা টাকা পাবেন ।অরুপবাবু বলেন প্রথমে তিনি প্রস্তাবে রাজি হননি । পরে অবশ্য মোটা টাকার লোভে তিনি টাওয়ার বসানোর প্রস্তাবে রাজি হয়ে যান। টাওয়ার বসানোর আগে প্রসেসিং ফি, রেজিস্ট্রেশন ফি, ভেরিফিকেশন চার্জ বাবদ তাঁর কাছ থেকে কয়েক দফায় টাকার দাবি করা হয়। টাওয়ার বসানো সম্পূর্ণ হলে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে ওই সময়ে তাঁকে জানানো হয়েছিল। প্রতারকদের কথা বিশ্বাস করে অরুপবাবু কয়েক দফায় ১২ লক্ষ ১ হাজার ১০০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু, ১০ বছর পেরিয়ে যাওয়ার পরেও তাঁর জমিতে টাওয়ার বসেনি, টাকাও ফেরৎ পাননি বলে অরুপবাবু জানিয়েছেন। প্রতারকদের দেওয়া ফোন নম্বরে ফোন করেও তিনি আর যোগাযোগ করতে পারছেন না।এই অবস্থায় বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর নাম করে প্রতারণার বিহিত চেয়ে অরুপ চৌধুরী বর্ধমান সাইবার থানার দ্বারস্থ হয়েছেন ।।