এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুলাই : বুধবার কলকাতার সাইন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নাম না করে বোমা ফাটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন,’সবকা সাথ সব কা বিকাশ বন্ধ করো । নো নিডস সংখ্যালঘু মোর্চা ।’ তাঁর এই মন্তব্যের পর তোলপাড় চলে দেশ জুড়ে ৷ এবারে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মহরমের মিছিলের একটি ভিডিও পোস্ট করে ফের আলোড়ন ফেলে দিয়েছেন তিনি । ভিডিওতে দেখা গেছে একটি মার্কেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বাজনার তালে নাচানাচি করছে এবং সেই সাথে তারা ফিলিস্তিনি পতাকা নাড়ছে । যদিও এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন । এদিকে শুভেন্দু ফিলিস্তিনি পতাকা নাড়া ব্যক্তিদের ‘দেশদ্রোহী’ হিসাবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন৷
শুভেন্দু অধিকারী টুইট করেছেন,’বিরোধী দলনেতা কিছু পদক্ষেপ নেবে এই আশায় কেউ আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে । আজ রাতে,মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি ধর্মীয় মিছিলে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হচ্ছে । লোকসভার মেঝেতে শপথ নেওয়ার সময় এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির ‘জয় প্যালেস্টাইন’ স্লোগানে দুষ্কৃতীদের উৎসাহিত হয়েছে বলে মনে হচ্ছে ।’ এরপর তিনি লিখেছেন, ‘আমি মুর্শিদাবাদের পুলিশ সুপার,পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপিকে এই বিষয়টিকে জরুরিভাবে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি এবং যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয়, তাহলে ভারতের মাটিতে ভিন দেশের পতাকা উত্তোলন ও নেড়ে উল্লাস করার জন্য এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।’
শুভেন্দু অধিকারীর পোস্টের কমেন্ট সেকশনে বিজেপি নেতা রাজ্য অমিত ঠাকুর পুলিশ ও মুর্শিদাবাদ পুলিশকে ট্যাগ করে বিষয়তে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন । গার্গি মুখার্জি নামে একজন বিজেপি সমর্থক লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ বলে সাহস বেড়ে গেছে । এইবার প্যালেস্তাইন জিন্দাবাদ বলছে,এরপর তালিবান জিন্দাবাদ বলবে ।’ অন্য একটি পোস্টে তিনি লিখেছেন,’কিছু কিছু সময় বিচারব্যবস্থাকে এগিয়ে এসে দেশদ্রোহী কার্যকলাপের বিরুদ্ধে স্বতস্ফূর্ত শাস্তি প্রদান করতে হবে,দেশের স্বার্থের ঊর্ধ্বে কিছু হতে পারে না ।’ বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করা শুভেন্দু অধিকারীর ওই ৩৪ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে ।।