আমিই সেই নারী!
যে একশো বছর,
পরাধীন ভাবে বাঁচতে চাইনি।
যতদিন বাঁচবো,
ততোদিন স্বাধীনভাবে বাঁচবো
বলা এক প্রতিবাদী নারী।
আমিই সেই কয়লার
কালিতে ভরা নারী।
যাকে বিবাহ করতে চাইনি কেউই।
আমিই আবার সেই ধর্ষিতা নারী,
যাকে কালো বলে বিবাহ করতে চাইনি।
কিন্তু ধর্ষণ করতে অসঙ্কোচ বোধ করেনি !
আমি সেই ধর্ষিতা নারী!
আমিই সেই নারী!
যার দিকে কুৎসিত নজরে চেয়েছিল-
রাস্তার মোড়ে বসে থাকা
নারীচ্ছন্ন ছোকরার দল।
আমিই সেই কালো নারী,
যে শাশুড়ির যোগ্য হতে পারিনি।
সারা দিন- রাত পরিশ্রম করেও
শাশুড়িকে খুশি করতে পারিনি।
আমিই সেই নারী!
আমিই সেই কালো নারী!
যাকে কোনো পুরুষ কখনো ভালোবাসিনি।
মিটিয়েছে শুধু তার লালসা।
আমিই সেই কুৎসিত নারী!
যাকে সমাজের কেউই চাই নি।
হ্যাঁ হ্যাঁ আমি কালো নারী!
আমি গর্বিত আমি কালো নারী।।