এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার জায়গা লিজ নিয়ে একটি বেসরকারি প্রাক প্রাথমিক স্কুল নির্মান করা হয়েছিল । শনিবার পুরসভার কর্মীরা গিয়ে মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল কাটোয়ার গোয়াই মৌজার অন্তর্গত জাজিগ্রামে নির্মিত হওয়া ওই স্কুলটি । পুর কর্তৃপক্ষের দাবি লিজের চুক্তি লঙ্ঘিত হওয়ার কারনেই স্কুলটিকে ভেঙে ফেলা হয়েছে ৷ যদিও ওই স্কুলের শিক্ষক পার্থ রানোর কথায়, ‘২০১৫ সালে পুরসভা আমাদের তিন বিঘা জায়গা লিজ দেয় । ৩০ বছরের জন্য চুক্তি ছিল । আমাদের স্কুলে ১০০ জন পড়ুয়া ছিল । চক্রান্ত করে পুরসভা আমাদের স্কুলটি ভেঙে দিল । এই বিষয়ে প্রশাসনকে আমরা জানাবো ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিগ্রামে কাটোয়া পুরসভার একটি ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্সের জায়গা রয়েছে । প্রায় ৩ বিঘা জায়গা লিজ নিয়ে সেখানে একটি প্রাক প্রাথমিক স্কুল নির্মান করা করেছিল একটি বেসরকারি সংস্থা । চায়না পাঁচিল ও টিনের ছাউনি দেওয়া ষোলটি ঘর ছিল । এদিন পুরসভার কর্মীরা জেসিবি নিয়ে ওই স্কুলে গিয়ে ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দেয় ।
এই বিষয়ে কাটোয়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘লিজের চুক্তি অনেক আগেই লঙ্ঘন হয়ে গেছে । যার নামে লিজ ছিল তিনিও মারা গিয়েছেন । স্কুলটি বন্ধ হয়ে পড়ে থাকার কারনে সেখানে অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছিল বলে আমাদের কাছে অভিযোগ আসছিল । তাই নিয়ম মেনেই এদিন আমরা স্কুলটি ভেঙে দিয়েছি ।’।