এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ জুলাই : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্লোগান ছিল, ‘সবকা সাথ সবকা বিকাশ‘ । কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর দেশ জুড়ে একটা আশ্চর্যজনক ট্রেন্ড লক্ষ্য করা যায় । যাতে দেখা যায় যে মুসলিমদের ভোট এককাট্টা হয়ে পড়েছে ইন্ডি জোট শরিকদের ব্যালট বক্সে । এমনকি কোথাও কোথাও বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যদের ভোট পর্যন্ত বিজেপি পায়নি । যেকারণে বিজেপির কর্মীদের মধ্যেই গুঞ্জন উঠছিল যে এবারে অন্তত ‘সবকা সাথ সবকা বিকাশ’ শ্লোগান তোলা বন্ধ করুন প্রধানমন্ত্রী । একই কথা শোনা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও । তিনি আজ বুধবার কলকাতার একটা অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো ।’ সেই সাথে তিনি আরও জানান যে দলের সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই ।
আজ কলকাতার সাইন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক হয়৷ ওই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতারা । সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, ‘সবকা সাথ সব কা বিকাশ বন্ধ করো । নো নিডস সংখ্যালঘু মোর্চা ।’ তিনি বলেন, আমরা সবাই মিলে লড়বো, জিতবো, হিন্দু বাঁচাবো,সংবিধান বাঁচাবো ।’ তিনি আরও বলেন,’আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম । আপনারাও বলেছেন সব কা সাথ সবকা বিকাশ । আর বলবো না । বলবো, জো হামারি সাথ হাম উনকা সাথ । সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো । নো নিডস সংখ্যালঘু মোর্চা ।’
শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন অম্বিকানন্দ মহারাজ । তিনি বিরোধী দলনেতার ভিডিও ক্লিপিংসটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করে লিখেছেন, ‘জয় মহামায়া । এতদিন অনেকে অনেক কথা বলেছেন,অনেক সমালোচনা করেছেন, অনেক জ্ঞানের বাণী সংস্কার সংস্কারিত কিংবা এক গাছের ছাল অন্য গাছে লাগানোর যুক্তি দিয়েছেন। শুধু মুখ বন্ধ করে শুনে গেছি কোন উত্তর প্রত্যুত্তর করিনি। আজ বলছি,সত্যিই আমি মানুষ চিনতে ভুল করিনি।জীবনে অন্তত এই প্রথমবার একটা সঠিক মানুষকে চিনেছি,আর সেই মানুষটার নাম হলো শুভেন্দু অধিকারী । পশ্চিমবঙ্গের মতো ধর্মনিরপেক্ষতার বুলি কপচানো চৌত্রিশ বছরের বামপন্থী এবং প্রায় চোদ্দ বছরের অতিবামপন্থী তৃণমূল শাসনে,এত বড় কথা প্রকাশ্য রাজনৈতিক সম্মেলনে দাঁড়িয়ে বলতে বুকের পাটা লাগে-যে পাটা অনেকেরই নেই সেটাও আজ প্রমাণ হয়ে গেল! সত্য সনাতন ধর্মের জয় হোক। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর ভিডিওটি শেয়ার করা ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন ।।