এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ জুন : পঞ্চায়েতের তরফ থেকে বনসৃজন প্রকল্পে এলাকায় বেশ কিছু গাছ লাগানো হয়েছিল । সেই গাছ বড় হতেই একটা একটা করে কেটে নেওয়ার অভিযোগ উঠল এক গ্রামবাসীর বিরুদ্ধে । শেষ পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রধানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম কানুরাম মাঝি । কেতুগ্রাম থানার জামালপুর গ্রামে তাঁর বাড়ি । শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেতুগ্রাম-১ ব্লকের পান্ডুগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মালুন গ্রামের মালদিঘী এলাকায় বনসৃজন প্রকল্পে হাজার তিনেক গাছ লাগানো হয়েছিল । কানুরাম মাঝি ওই গাছ এক এক করে কেটে নিয়ে পালায় বলে অভিযোগ পঞ্চায়েতের প্রধান অনুপ ঘোষের । গত ২৪ জুন এনিয়ে তিনি কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, মালদিঘী এলাকায় পঞ্চায়েতের লাগানো গাছ কেটে প্রথমে বাড়িতে জড়ো করছিল কানুরাম মাঝি । তারপর সে কাটা গাছ ট্রাক্টরে চাপিয়ে পাচারের পাচারের চেষ্টা করছিল । ওই ব্যক্তি প্রায় তিন শতাধিক গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ প্রধানের ।
প্রধানের অভিযোগের ভিত্তিতে কানুরাম মাঝিকে গ্রেফতার করে পুলিশ । এদিন আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে,এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে