এইদিন ওয়েবডেস্ক,বুয়েন্স আইরেস,১৭ জুলাই : কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উল্লাসে মাতোয়ারা আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তায় নেমে আসে লাখো মানুষ। কিন্তু সেই শান্তিপূর্ণ আনন্দ উৎসব একসময় রূপ নেয় হিংসাত্মক সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের জলকামান ও লাঠিচার্জে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার মধ্যরাতে কোপা জয়ের পর থেকেই বুয়েন্স আইরেসের রাস্তায় জমায়েত শুরু হয় সমর্থকদের। আইকনিক ওবেলিস্ক স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আনন্দ-উৎসব শুরু করেন। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা চলে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে, মেসি-ডি মারিয়াদের নামে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ। কিন্তু চার ঘণ্টা অতিবাহিত হতে না হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তায় অতিরিক্ত জনসমাগমের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশের জলকামান ও লাঠিচার্জের মুখে ছুটোছুটি শুরু করে জনতা। এ সময় অনেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এই হুড়োহুড়িতে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মর্মাহত অনেক সমর্থক। পাবলো ইনিগো নামের একজন ভক্ত জানান, ‘আমরা আমেরিকার চ্যাম্পিয়ন। এই আনন্দের মুহূর্তটি আমাদের উদযাপন করা উচিত ছিল। কিন্তু আমাদের ওপর পুলিশের এমন আক্রমণ অত্যন্ত দু:খজনক।’।