জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আসানসোল,১৬ জুলাই : হচ্ছে না রেলপার এলাকার গাড়ুই নদী সংস্কার, রাস্তা ও পথবাতির বেহাল দশা, ঠিকমত পুর পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ – আসানসোল পুরনিগমের বিরুদ্ধে এইরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে সোমবার মঙ্গল পান্ডে সেতুর কাছে একদিনের প্রতীকী ধর্ণায় বসেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। অন্যান্যদের সঙ্গে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি, গৌরব গুপ্ত, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর সহ অন্যান্যরা।
জিতেন্দ্র তেওয়ারির দাবি,’আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ রেলপার এলাকাকে পুরপরিষেবা পাওয়া থেকে বঞ্চিত করছে। গাডুই নদীটি সঠিকভাবে পরিষ্কার না করায় প্রতি বছর বর্ষাকালে এলাকায় বন্যা হয়। কিছু মানুষ প্রাণ হারায়। রাস্তাঘাট ও স্ট্রিট লাইটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাওয়া থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। পুরনিগমের আধিকারিকরা নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করেন না। এদিকে ভোটের সময় তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে আসানসোল পুরনিগম দখল করে। কিন্তু মানুষেরা নাগরিক পরিষেবা পায়না। প্রতীকী ধর্ণার পরেও পরিস্থিতির উন্নতি নাহলে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে বড় আকারের আন্দোলন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।’ একই সুর শোনা যায় চৈতালি দেবীর কণ্ঠে। তিনি বলেন, ‘পুরনিগম জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করলেও ঠিকমত পুর পরিষেবা দেয়না। পানীয়জল মেলেনা।’
তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেন আসানসোল পুরনিগমের বোরো কমিটির চেয়ারম্যান উৎপল সিনহা। তিনি বলেন, ‘কিছু না জেনেই জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করছেন। ২০২১ সাল থেকে আসানসোল পুরনিগম গাড়ুই নদী নিয়মিত পরিষ্কার করে আসছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। এখন নদীতে বন্যার কারণে মানুষ আর সমস্যায় পড়েন না। রেলপার এলাকার ২৭৫০ জনের পেনশন বন্ধ করে দেওয়ার জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা সরকারি বিষয়। এর উত্তর মন্ত্রী বা পুরনিগমের মেয়রই দিতে পারেন ।’।