এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জুলাই : দলীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির রাজভবনে শপথ নিতে না যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছিলেন,’রাজভবনে যা চলছে তাতে মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে, আমার কাছে খবর আছে ।’ অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তাঁর চরিত্র নিয়ে কার্যত প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি । তার এই মন্তব্যের পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । আজ মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল । কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দেন যে এধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি তিনি আগামী ১৪ আগস্ট পর্যন্ত প্রকাশ্যে বা কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যপালের বিরুদ্ধে কোনও অবমাননাকর বা ভ্রান্তিমূলক মন্তব্য না করার নির্দেশ দেন । মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ আগস্ট ।
এদিকে কলকাতার এই নির্দেশকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেছেন,’একজন মুখ্যমন্ত্রীকে সেন্সর করতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক ।’ তিনি টুইট করেছেন,’মাননীয় গভর্নর সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য সহকর্মীদের তার বিরুদ্ধে মানহানিকর বা ভুল বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য মাননীয় কলকাতা হাইকোর্টের করা পর্যবেক্ষণকে আমি স্বাগত জানাই । কতটা লজ্জাজনক যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে কথা বলতে হয় সেটাই জানেননা, এজন্য তাকে সেন্সর করতে হচ্ছে ।’।