এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৫ জুলাই : এবারে আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত হল খোদ এ রাজ্যের পুলিশ । দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার জালাবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দাম লস্কর নামে এক প্রতারককে পুলিশ ধরতে গেলে প্রথমে মহিলাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ । মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়, ধাক্কাধাক্কি করে । তারই মাঝে পুলিশকে লক্ষ্য করে সাদ্দামের ভাই শাহিরুল লস্কর গুলি চালায় বলে অভিযোগ । যদিও এই ঘটনায় কোন পুলিশ কর্মী আউট হয়নি বলে জানা গেছে । তবে বিক্ষোভের সুযোগ নিয়ে পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবারের লোকজন । ঘটনার পর থেকেই চম্পট দিয়েছে সাদ্দাম ও তার ভাই । এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
জানা গেছে, জালাবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজকর্ম চলছে । মূলত আসল সোনা বলে নকল সোনা বিক্রির একটা বড় সরল চক্র রয়েছে ওই গ্রামে । সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনার দেবদেবীর মূর্তি বিক্রির কথা বলে প্রতারণার ফাঁদ পেতেছিল ওই চক্রটি । ক্রেতারা টাকা নিয়ে মূর্তি কিনতে গেলে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতো দুষ্কৃতীরা । এনিয়ে পুলিশের কাছে বারবার অভিযোগ আসছিল ।
জানা গেছে,নদীয়ার এক ব্যবসায়ীকে আসল সোনার মূর্তি বিক্রির কতগা বলে নকল সোনার মুর্তি দিয়ে ১২ লক্ষ টাকা প্রতারণা করেছিল সাদ্দাম লস্কর । সপ্তাহ দুয়েক আগে প্রতারিত ব্যবসায়ী কুলতলী থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে ঘটনার তদন্ত নামে পুলিশ । কিন্তু আজ সোমবার যখন পুলিশ সাদ্দামের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে সেই সময় মহিলাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে । মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভের পাশাপাশি ধাক্কাধাক্কি ও মারধরও করে বলে অভিযোগ পুলিশের । সেই ভিড়ের মাঝে থেকে পুলিশকে লক্ষ্য করে বেআইনি অস্ত্র দিয়ে সাদ্দামের ভাই শাহিরুল লস্কর গুলি চালায় । যদিও কোন পুলিশ কর্মী আহত হয়নি তাতে । সেই সুযোগে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার পরিবারের লোকজন৷ ঘটনার পর থেকেই সাদ্দাম ও তার ভাই পলাতক বলে জানিয়েছে পুলিশ ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি স্বীকার করেছেন যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল । তবে ঠিক কত রাউন্ড গুলি চালানো হয়েছিল তাড়াতাড়ি স্পষ্ট করেননি । তিনি বলেন,’সাদ্দাম লস্করের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগ উঠছিল । আজ সাদ্দাম লস্করকে পুলিশ গ্রেফতার করতে গেলে গুলি চালানো হয় । এই ঘটনায় কেউ আহত হননি ।’এই ঘটনায় দুজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি । এদিকে অভিযুক্তের মা তসলিমা বিবির সাফাই,’পুলিশ তার তার ছেলেকে মেরেছিল । বাঁচার চেষ্টা তো সবাই করবে ।’।