এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুলাই : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস দায়ের করা মানহানি মামলা আজ সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি হল । বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় এদিন । তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে । এই মামলায় বরানগনের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও যুক্ত করা হয়েছে । আজ তারাও সওয়াল করেন।
প্রসঙ্গত,বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব শুরু হয় । দুই তৃণমূল বিধায়ক গোঁ ধরে থাকেন যে তারা রাজভবনে গিয়ে শপথ নেবেন না,বরঞ্চ বিধানসভায় এসে তাদের শপথ পাঠ করিয়ে যান রাজ্যপাল । তারই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রসঙ্গ টেনে এনে মন্তব্য করেছিলেন,’রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ আছে ।’
তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আদালতে মামলা দায়ের করেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে । এদিনের শুনানিতে রাজ্যপালের আইনজীবী জানান, যারা বলছেন মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। তারা কারা ?’ তিনি মন্তব্য করেন,’আসলে কেউই নেই।’
পাশাপাশি তিনি জানান যে এমনকি সায়ন্তিকা ব্যানার্জি ভয় পাওয়ার বিষয়টি রাজভবনে চিঠি লিখে জানাননি । অন্যদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি ‘ভয় পাওয়ার’ বিষয়টি মানহানিকর নয় । আইনজীবীর মাধ্যমে তৃণমূল বিধায়ক সায়ন্তিকা মন্তব্য করেছেন, রাজভবনে একজন মহিলার সঙ্গে যা হয়েছিল সেটা জানতে পেরেই আশঙ্কা প্রকাশ করেছিলেন । সেই সাথে কুণাল ঘোষ জানান,তিনি এমন কিছু মন্তব্য করেননি যাতে রাজ্যপালের সম্মানহানি হয় ।।