এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৫ জুলাই : বিজেপি করার অপরাধে কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকের একাধিক পরিবারকে সামাজিক বয়কট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । শুধু তাইই নয়, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে কয়েকটি পরিবারকে চিহ্নিতও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ যেকারণে কৃষিকাজ নির্ভর পরিবারগুলির চাষবাসের কাজ বন্ধ হয়ে গেছে৷ এমনকি বিগত প্রায় একমাস ধরে বাজারে যাওয়া বন্ধ করে দেওয়ায় চরম দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে বলে দাবি করেছে পরিবারের সদস্যরা । প্রথম ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের ৯/২১৫ নম্বর বুথের দীপন পাড় এলাকায় । দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একই ব্লকের চিলাখানা-১ গ্রাম পঞ্চায়েতের ৭/৭১ নম্বর বুথের জায়গির চিড়িয়াখানা এলাকায় । পরিবারগুলির তরফে তুফানগঞ্জ থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । যদিও এই অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নাককাটি গ্রাম পঞ্চায়েতের ৯/২১৫ নম্বর বুথের দীপন পাড় এলাকার বাসিন্দা বিজেপির বুথ সভাপতি প্রদীপ মহন্ত এবং বিজেপি কর্মী বিকাশচন্দ্র মজুমদারকে হুমকি দেওয়া হয়েছে যে বাড়ি থেকে বের হলে তাদের প্রাণে মেরে দেওয়া হবে । ফলে কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটছে ওই দুই পরিবারের । বিকাশ চন্দ্র মজুমদার সংবাদমাধ্যমকে বলেছেন,’আমি বিজেপি করি । সেই অপরাধে তৃণমূল আমাদের সামাজিক বয়কট করেছে । জমিতে হাল চালাতে দিচ্ছে না । বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে । আমার সব জমি পড়ে আছে চাষ করতে পারছি না । কৃষিকাজের উপর নির্ভর করে আমাদের সংসার চলে । বাজার হাটও করতে যেতে পারছি না । বাড়িতে যা আছে তাই দিয়েই কোনরকমে খাওয়া দাওয়া করছি। আমার পরিবারে ৮-১০ জন সদস্য আছে। কৃষির ওপর নির্ভর করেই সংসার চলে ।’ তিনি জানিয়েছেন, এই কারণে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । প্রদীপ মহন্তের অভিযোগ, গত ৪ জুন লোকসভার ফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের অত্যাচার শুরু হয়েছে ।
পাশাপাশি তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা-১ গ্রামপঞ্চায়েতের ৭/৭১ নম্বর বুথের জায়গির চিড়িয়াখানা এলাকার বাসিন্দা হাফিজুল হক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, একটি জমি সংক্রান্ত পুরানো বিবাদ বর্তমানে আদালতে বিচারাধীন । সেই মামলা তুলে নেওয়ার জন্য প্রায় প্রায়ই হুমকি দেওয়া হচ্ছিল। রবিবার তৃণমূলের লোকেরা এসে এখানে ঝান্ডা লাগিয়ে দিয়ে বিজেপি করার অপরাধে সামাজিক বয়কট করা হয়েছে । যে কারণে চাষবাস, হাট বাজার সব বন্ধ হয়ে গেছে ।’ একই অভিযোগ করেছেন আরও এক বিজেপি সমর্থক জাকির হোসেন । তারা জানিয়েছে দিয়ে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জ ১ ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ বসাক । তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,’আমি ব্যক্তিগত ভাবে এই বয়কটের রাজনীতিতে বিশ্বাস করি না । বিষয়টি আমার জানা ছিল না । সংবাদ মাধ্যমের কাছে প্রথম শুনলাম ।’ স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ।
তুফানগঞ্জ-১ এর বিজেপির মন্ডল সভাপতি যুগল কিশোর দাসের প্রতিক্রিয়া,’এটা কোন নতুন ঘটনা নয় । সবাই জানে তৃণমূল সন্ত্রাসবাদীদের দল । লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই অনেকের চাষবাস বন্ধ করে দিয়েছে । রাজারহাট বন্ধ করে দিয়েছে । তৃণমূল মানে হচ্ছে গণতন্ত্রের লজ্জা । সন্ত্রাস করে ভোটে জেতে ।’ তুফানগঞ্জ এর যে জায়গায় তৃণমূল পিছিয়ে আছে সে সমস্ত জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, সামাজিক বয়কট করছে বলে অভিযোগ করেছেন তিনি ।।