এইদিন স্পোর্টস নিউজ,১৪ জুলাই : পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়েছে ভারত। এর সাথে শুভমান গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়াও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৬৭ রান করে। জবাবে জিম্বাবুয়ে দল ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায় । জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ডিওন মায়ার্স। যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মুঙ্কেশ কুমার। শিবম দুবে ২টি উইকেট পেয়েছেন। যেখানে তুষার দেশপান্ডে, অভিষেক শর্মা এবং ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট পেয়েছেন।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। খাতা না খুলেই আউট হন ওয়েসলি মাধভেরে। মুকেশ কুমারের বলে বোল্ড আউট হন তিনি। এরপর ১০ রান করে বিদায় নেন ব্রায়ান বেনেটও। মুকেশ কুমারও তাকে নিজের শিকারে পরিণত করেন। তারপর প্যাভিলিয়নের পথ দেখালেন সুঙ্গার তদিবনশে মরুমণি। ২৪ বলে ২৭ রান করে আউট হন তাদিভানাশে মারুমনি। ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডিওন মায়ার্স। তাকে নিয়ে গিয়েছিলেন শিবম দুবে। জিম্বাবুয়ে দল ক্রমাগত উইকেট হারাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো দল ১২৫ রানে গুটিয়ে যায়। শেষ ম্যাচে ১৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ফারাজ আকরাম।
হারারেতে খেলা এই ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৬৭ রান করে । ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। শিবম দুবে ২৬ রান এবং পরাগ ২৩ রান করেন । জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নেন মুজারাবানি। ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড নাগারাভা এবং সিকান্দার রাজা ১ টি করে সাফল্য পান।।