এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১৪ জুলাই : নেপালের চিতওয়ানের সিমলতালে ভূমিধসের পর ত্রিশূলী নদীতে নিখোঁজ হওয়া দুটি যাত্রীবাহী বাসের এখনো খোঁজ মেলেনি । বাসদুটির সন্ধানে রবিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকে নেপাল পুলিশ, আর্মড পুলিশ ও নেপাল সেনাবাহিনীর দল তল্লাশি অভিযান শুরু করে। নদীতে জলের উচ্চতা কমে গেলেও এখনো পর্যন্ত যাত্রীদের (পাঁচ জনের লাশ ছাড়া) সন্ধান পাওয়া যায়নি।
রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভরতপুর মেট্রোপলিটন পৌরসভার মেয়র রেনু দাহাল। নেপালি সেনাবাহিনীর বিপর্যয় মোকাবিলা দল ৩ জন ডুবুরিসহ ঘটনাস্থল তল্লাশি করেছে বলে জানা গেছে ।নেপালের চিতওয়ানের কুরিনতারে সশস্ত্র পুলিশ বাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ স্কুলের ১০ জন ডুবুরি নিয়ে দল আজ চিতওয়ানের পরিধি থেকে অনুসন্ধান অভিযান শুরু করেছে এবং জলে ক্যামেরা পাঠিয়ে অনুসন্ধান অভিযানও শুরু হয়েছে। শিক্ষালয়ের সহকারী পরিচালক জনক পুরী জানান, ক্যামেরা দিয়ে নদীর ২০ মিটার নিচে দেখা যাবে। চিতওয়ান-নারায়ণগড় মুগলিন রোড, ভরতপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন -২৯, এই দুটি যাত্রীবাহী বাস শুক্রবার সকালে ভূমিধসে ত্রিশূলী নদীতে ডুবে গিয়ে প্রায় ৬০ জন যাত্রী নিখোঁজ রয়েছে ।।